কলকাতা মেডিক্যালেই শুধু করোনা চিকিৎসা, কী কী ব্যবস্থা থাকছে ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই মেডিক্যাল কলেজকে করোনা চিকিৎসায় দেশের মধ্যে উৎকর্ষ কেন্দ্র করতে চলেছে রাজ্য ৷
#কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার থেকে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া শুরু হবে। সোমবার থেকে মিলবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেশন পরিষেবা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুধু করোনার চিকিৎসা করার সিদ্ধান্ত রাজ্যের।
করোনা মোকাবিলায় লকডাউন রাজ্য। পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র করোনা আক্রান্তের চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে চিহ্নিত করেছে সরকার।
- শনিবার থেকে হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি শুরু
advertisement
- সোমবার থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেশন পরিষেবা
- মঙ্গলবার পরিকাঠামো নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা
advertisement
প্রথম পর্যায়ে সুপার স্পেশালিটি বিল্ডিং ও নতুন সাত তলা হস্টেল খালি করে ৫০০ বেডের ব্যবস্থা করা হবে।
- ধাপে ধাপে গোটা হাসপাতালেই করোনার চিকিৎসা হবে
- বেডের সংখ্যা ৫০০ থেকে বেড়ে হবে ৩ হাজার
- চিকিৎসাধীন রোগীদের অন্য সরকারি হাসপাতালে রেফার
নতুন করে কোনও রোগী ভর্তি করা হচ্ছে না, যারা আছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার থেকে হাসপাতালে কেমো থেরাপি, ডায়ালিসিস বন্ধ ৷ পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।
advertisement
আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ। করোনা মোকাবিলায় তাই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই মেডিক্যাল কলেজকে করোনা চিকিৎসায় দেশের মধ্যে উৎকর্ষ কেন্দ্র করতে চলেছে রাজ্য ৷
view commentsLocation :
First Published :
March 24, 2020 2:34 PM IST