কোভিড যোদ্ধাদের সম্মান জ্ঞাপন, করোনা আবহে পথ দেখাচ্ছে কাশীপুরের 'অঙ্গীকার'

Last Updated:

সমাজের সেই সব মানুষকে এক ছাতার তলায় এনে সম্মান জানালো কাশীপুরের অঙ্গীকার।

#কলকাতা: গত সাত মাস ধরেই একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে কোভিডের সঙ্গে লড়েছেন ওরা। সমাজকে করোনা থেকে দূরে রাখতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন চোখে চোখ রেখে। সমাজের সেই সব মানুষকে এক ছাতার তলায় এনে সম্মান জানালো কাশীপুরের অঙ্গীকার।
বছরভর মানুষের পাশে থাকে অঙ্গীকার। কিন্তু এবারের পরিস্থিতিটা যে একেবারে অন্য। অঙ্গীকারও তাই বদলে ফেলেছিল নিজেদের চলার পথ। রোজ সকালে যারা ঝাড়ু হাতে আমাদের চারদিকটা পরিষ্কার রাখে বা তুলে নিয়ে যায় সমাজের বর্জ্য, তাদেরকে মঞ্চে তুলে সম্মান জানাল কাশীপুরের সমাজসেবী প্রতিষ্ঠান অঙ্গীকার। উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পান্ডে, ব্যারাকপুর কমিশনারেটের এসিপি শুভঙ্কর ভট্টাচার্য।
advertisement
advertisement
অঙ্গীকারের সভাপতি প্রদীপ সাউ বলছিলেন, "কঠিন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন যারা, একদিন তাদের মঞ্চে তুলে  সম্মান জানালাম। আমরা থাকলাম শ্রোতার আসনে। সম্মানজ্ঞাপকের ভূমিকায়। অঙ্গীকারের এহেন কর্মকাণ্ডে মুগ্ধ রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। নিজের দফতরের পক্ষ থেকে এককালীন সাহায্যের ঘোষণা করেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। অঙ্গীকারের মঞ্চ থেকে সাধন বাবুর ঘোষণা,"আগামী দিনে শুধুমাত্র কাশীপুরের মধ্যে সীমাবদ্ধ থাকা থাকা নয়,  অঙ্গীকারের কাজের পরিধি বিস্তৃত হোক শহর জুড়ে রাজ্য জুড়ে।"ব্যা রাকপুরের পুলিশ কমিশনারেট শুভঙ্কর ভট্টাচার্য বলেন,"অঙ্গীকারের মহতি অনুষ্ঠানে এসে অঙ্গীকারবদ্ধ হলাম। যে কোন সময়ে, যে কোনও দরকারে ডাকলেই পাশে পাবেন।"
advertisement
অঙ্গীকারের পক্ষ থেকে সংবর্ধনা জানান হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর অমর্ত্য ঠাকুরকে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও অঙ্গীকারের সক্রিয় সদস্য রাজা চক্রবর্তী বলেন," ভবিষ্যতেও একইরকমভাবে সমাজের কাজে ব্রতী থাকবে অঙ্গীকার।"
PARADIP GHOSH 
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিড যোদ্ধাদের সম্মান জ্ঞাপন, করোনা আবহে পথ দেখাচ্ছে কাশীপুরের 'অঙ্গীকার'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement