কোয়ারেন্টাইন একাদশ ! সে আবার কী জেনে কারা এলেন ভারতীয় দলে

Last Updated:

কে কোন দায়িত্ব পেলেন তা জানলে আপনার মুখে হাসি আসবেই

#নয়াদিল্লি: সারা পৃথিবীর প্রায় কোনও প্রান্তেই কোনও খেলা হচ্ছে না৷ কোনও খেলার লাইভ সম্প্রচার দেখতে না পেয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার যোগাড় খেলার ফ্যানদের ৷ নিজেদের পছন্দের খেলার ছবি , ভিডিও সার্চ করে এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন এই ক্রীড়াপ্রেমী মানুষরা ৷
নিজেদের আর্কাইভের সোনালি খেলার দিনের ভিডিও ফুটেজ ও ছবি সাধারণ মানুষদের দেখার সুযোগ করে দিচছে  ICC,  FIFA র মতো পেরেন্ট বডিরা ৷ যা ধরে এখন নস্টালজিয়ায় মাতছে মানুষজন ৷ এই সূত্র ধরেই ভারতীয় খেলার এক সক্রিয় মস্তিষ্ক নন্দন কামাত ট্যুইটারে এক অভিনব কোয়ারেন্টাইন একাদশ তৈরি করেছেন ৷ যাতে প্রত্যেক ক্রিকেটারকে আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্বাচন করেছেন ৷
advertisement
নিজের ট্যুইটে তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা ক্রিকেট আর্কাইভে , নস্টালজিয়ায় মেতে রয়েছি তাই এখন দেখুন ইন্ডিয়ান কোয়ারেন্টাইন ক্রিকেট একাদশ৷ ’
advertisement
advertisement
তাঁর একাদশে ভারতীয় ক্রিকেট দলের তাবড় তারকারা সকলেই জায়গা করে নিয়েছেন ৷ এখানে কোয়ারেন্টাইনে কে কোন কাজটা করতে পছন্দ করতে পারবেন সেই ভিত্তিতে এই একাদশ বেছে নেওয়া হয়েছে ৷
এর ভিত্তি নিঃসন্দেহে তারা পুরনো দিনে কে কোন কাজ করেছেন তার মজার আঙ্গিকটা ধরেই করা হয়েছে ৷ আর সেই সব ঘটনা যা মানুষকে একদিন আনন্দ দিয়েছে , হাসিয়েছে ৷
advertisement
উদাহরণ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন শার্ট শুকনোর কাজ! আসলে তাঁর বিখ্যাত ন্যাটওয়েস্ট ট্রফি -র সময় লর্ডসে ২০০২ সালে নিজের টি শার্ট খুলে উড়িয়েছিলেন ৷ অন্যদিকে ঋষভ পন্থ পেয়েছেন বেবি সিটারের কাজ ৷ কারণ সম্প্রতি তাঁর এই কাজ নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে তাঁর কথা বিনিময়ও নজর কে়ড়েছিল সকলের ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোয়ারেন্টাইন একাদশ ! সে আবার কী জেনে কারা এলেন ভারতীয় দলে
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement