• Home
 • »
 • News
 • »
 • coronavirus-latest-news
 • »
 • বর্তমানের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটকে করোনা সংক্রমিত কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া

বর্তমানের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটকে করোনা সংক্রমিত কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া

Photo -file

Photo -file

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছেন করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য৷

 • Share this:

  #নয়াদিল্লি: কর্ণাটকে ফের হেভিওয়েট নেতা করোনা পজিটিভ৷ দিন দুয়েক আগেই করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা৷ এবার করোনা পজিটিভ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা নিজেই ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন৷

  কংগ্রেস নেতা তাঁর সংস্পর্শে আসা সব ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন সেই সব মানুষ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন দ্রুত কোয়ারেন্টাইনে যান৷ নিজের  ট্যুইটে সিদ্ধারামাইয়া লিখেছেন, ‘আমি করোনা ভাইরাস পজিটিভ হয়েছি৷ চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভর্তি হয়েছি৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছে তাঁদের সকলকে আমি নিজেদের লক্ষণের ওপর নজর রাখতে, করোনা পরীক্ষা করাতে অনুরোধ করছি৷’

  সিদ্ধারামাইয়ার ছেলে জানিয়েছেন, তাঁর বাবার করোনা অ্যান্টিজেন টেস্ট হয়েছিল ৷ তিনি বলেছেন একদিন আগে বাবার জ্বর হয়েছিল তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ সিদ্ধারামাইয়া কর্ণাটকের দ্বিতীয় হেভিওয়েট ব্যক্তি যাঁর করোনা সংক্রমণ হল৷

  এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী মিস্টার ইয়েদুরাপ্পা রবিবার করোনা পজিটিভ হন৷ সিদ্ধারামাইয়ার ট্যুইটের নিচে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইয়েদুরাপ্পা৷ সোমবার তাঁর কন্যাও করোনা পজিটিভ হন৷ এদিকে তাঁর ছেলে বিজয়েন্দ্র করোনা নেগেটিভ হয়েছেন৷

  কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত ৬ জন কর্মচারীও করোনা পজিটিভ হয়েছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েদুরাপ্পার করোনা রিপোর্ট পজিটিভ আসে৷

  Published by:Debalina Datta
  First published: