বর্তমানের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটকে করোনা সংক্রমিত কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া

Last Updated:

করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছেন করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য৷

#নয়াদিল্লি: কর্ণাটকে ফের হেভিওয়েট নেতা করোনা পজিটিভ৷ দিন দুয়েক আগেই করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা৷ এবার করোনা পজিটিভ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া৷ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা নিজেই ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মতো তিনি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন৷
কংগ্রেস নেতা তাঁর সংস্পর্শে আসা সব ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন সেই সব মানুষ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন দ্রুত কোয়ারেন্টাইনে যান৷ নিজের  ট্যুইটে সিদ্ধারামাইয়া লিখেছেন, ‘আমি করোনা ভাইরাস পজিটিভ হয়েছি৷ চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতালে ভর্তি হয়েছি৷ আমার সংস্পর্শে যাঁরা এসেছে তাঁদের সকলকে আমি নিজেদের লক্ষণের ওপর নজর রাখতে, করোনা পরীক্ষা করাতে অনুরোধ করছি৷’
advertisement
advertisement
advertisement
সিদ্ধারামাইয়ার ছেলে জানিয়েছেন, তাঁর বাবার করোনা অ্যান্টিজেন টেস্ট হয়েছিল ৷ তিনি বলেছেন একদিন আগে বাবার জ্বর হয়েছিল তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়৷ সিদ্ধারামাইয়া কর্ণাটকের দ্বিতীয় হেভিওয়েট ব্যক্তি যাঁর করোনা সংক্রমণ হল৷
এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী মিস্টার ইয়েদুরাপ্পা রবিবার করোনা পজিটিভ হন৷ সিদ্ধারামাইয়ার ট্যুইটের নিচে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইয়েদুরাপ্পা৷ সোমবার তাঁর কন্যাও করোনা পজিটিভ হন৷ এদিকে তাঁর ছেলে বিজয়েন্দ্র করোনা নেগেটিভ হয়েছেন৷
advertisement
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতরে কর্মরত ৬ জন কর্মচারীও করোনা পজিটিভ হয়েছেন৷ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইয়েদুরাপ্পার করোনা রিপোর্ট পজিটিভ আসে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বর্তমানের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্ণাটকে করোনা সংক্রমিত কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement