ষষ্ঠ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, করোনা মুক্ত কনিকা কাপুর ছাড়া পেলেন হাসপাতাল থেকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
করোনা মুক্ত ‘বেবি ডল’ কনিকা কাপুর ৷
#লখনউ: অবশেষে স্বস্তির খবর ৷ করোনা মুক্ত ‘বেবি ডল’ কনিকা কাপুর ৷ ষষ্ঠবার তাঁর সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এর আগেও একবার পরীক্ষার রিপোর্ট তাঁর নেগেটিভ এসেছিল ৷ কিন্তু সাবধানের মার নেই ৷ তাই আরও একবার পরীক্ষা করান তিনি ৷ লালারসের সেই রিপোর্টও নেগেটিভ এসেছে কনিকার ৷
কনিকাকে করোনামুক্ত বলে ঘোষণা করে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। আজ, সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
গত ২০ মার্চ প্রথমবার কনিকার কোভিড-১৯ রিপোর্ট পজিটি বেরোয় ৷ লখনউয়ে একটি পাঁচতারা হোটেল একটি পার্টির আয়োজন করেছিলেন ৷ সেখানে এসেছিলেন প্রচুর গণ্যমান্য অতিথি ৷
advertisement

advertisement
Kanika Kapoor has tested negative for COVID-19 infection https://t.co/HiFH1UDB66
— CNNNews18 (@CNNnews18) April 6, 2020
কনিকার রিপোর্ট পজিটিভ বেরোতেই স্বভাবতই এরপর আতঙ্ক ছড়ায় ৷ ব্রিটেন থেকে ফিরে কানপুর ও লখনউতে যান বলিউডের এই গায়িকা ৷ প্রথমে তাঁকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাঁকে পাঠানো হয় সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। করোনা আক্রান্ত হয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কনিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজুও করে উত্তরপ্রদেশ পুলিশ।
view commentsLocation :
First Published :
April 06, 2020 12:21 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ষষ্ঠ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, করোনা মুক্ত কনিকা কাপুর ছাড়া পেলেন হাসপাতাল থেকে