একেবারে বিনামূল্যে এই এলাকার সমস্ত বাসিন্দাদের দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী

Last Updated:
Uttam Paul
#কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জের কন্টাইনমেন্ট জোনের পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিনা পয়সায় বাসিন্দাদের হাতে তুলে দিল কালিয়াগঞ্জ পৌরসভা । কালিয়াগঞ্জের কটাইমেন্ট জোনে আটকে পড়া পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিনা পয়সায় পৌঁছে দিলেন কালিয়াগঞ্জ পৌরসভা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে খুশী থানা পাড়ার বাসিন্দারা।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থানা পাড়ায় এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস জীবাণুর সন্ধান মেলার পর ওই এলাকা সীল করে দিয়েছে স্বাস্থ্যদফতর। কন্টাইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হওয়ায়  ১১০ টি পরিবারের মানুষকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারছেন না ওই এলাকার ১১০টি পরিবার। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। হাতে টাকা থাকলেও তাঁরা জিনিসপত্র সংগ্রহ করতে বাইরে যেতে পারছেন না।পরিস্থিতি বিবেচনা করে আজ কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলু, পেয়াজ, আদা সহ সমস্ত সামগ্রী কন্টাইনমেন্ট জোনের মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে। পৌরপতি কার্তিক পাল জানিয়েছেন, এই এলাকার ১১০টি পরিবারকেই এই সামগ্রী তুলে দিলেন। এই এলাকার দিন আনা দিন খাওয়া মানুষ সমস্ত কিছু পৌরসভা বিনা পয়সায় সরবরাহ করবে। এলাকায় একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাছে বাসিন্দারা জানালেই সেই সমস্ত সামগ্রী তাঁদের কাছে পৌঁছে যাবে। এই সময়ে এলাকার মানুষ সরকারি সমস্ত রকম নিয়ম কানুন মেনে চলায় পৌরসভার পক্ষ থেকে থেকে তাঁদের অভিনন্দন জানান। নিত্য প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে খুশী ওই এলাকার আটকে থাকা বাসিন্দারা।গৌরাঙ্গ দাস নামে এক বাসিন্দা জানালেন, কন্টাইনমেন্ট জোন ঘোষণার পর তাঁরা বাইরে বের হতে পারছেন না। হাতে টাকা পয়সা  থাকলেও নিয়মের যাঁতাকলে পরে তাঁরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না। পৌরসভার পক্ষ থেকে তাঁদের কাছে এই সামগ্রী পৌছে দেওয়ায় তাঁরা খুবই উপকৃত হলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
একেবারে বিনামূল্যে এই এলাকার সমস্ত বাসিন্দাদের দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement