করোনা সন্দেহে চিকিৎসক ভাড়াটেকে ধর্ষণের হুমকি দিয়ে ফ্ল্যাট খালি করার নির্দেশ বাড়ির মালিকের !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ফ্ল্যাট খালি না করলে ধর্ষণের হুমকি জুনিয়র চিকিৎসককে !
#ভুবনেশ্বর: করোনা সন্দেহে ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ ৷ শেষপর্যন্ত মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি দিল বাড়িওয়ালা ! ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে ৷ ওই জুনিয়র মহিলা চিকিৎসা কাজ করেন ভুবনেশ্বরের এইমস হাসপাতালে বলে জানা গিয়েছে ৷ চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ ৷
পুলিশে করা অভিযোগে ওই মহিলা চিকিৎসক জানিয়েছেন, তাঁকে গত এক সপ্তাহ ধরে ফ্ল্যাট খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। খণ্ডগিরি এলাকায় আমরা বেশ কয়েক বছর ধরে তিনি রয়েছেন। কিন্তু সেই বাড়ির কর্তা, তাঁর স্ত্রী এবং ছেলে খুবই দুর্ব্যবহার করছেন বেশ কয়েকদিন ধরে ৷ ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য চাপও ক্রমাগত দেওয়া হচ্ছিল ৷ শেষপর্যন্ত ধর্ষণের হুমকি দেয় বাড়িওয়ালা ৷ আর তাতেই আতঙ্কে শেষপর্যন্ত পুলিশকে জানাতে বাধ্য হন তিনি ৷
advertisement
বাড়িওয়ালাদের ধারণা, ওই মহিলা চিকিৎসকের জন্যই নাকি সোসাইটিতে করোনা ভাইরাস ছড়াবেন ৷ আর তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঘর খালি করতে হবে চিকিৎসককে ৷ তিনি যে করোনাভাইরাস রোগীর চিকিৎসার সঙ্গে যুক্ত নন, সে কথাও জানিয়েছেন পুলিশকে। সোসাইটির অন্য পরিবার যে তাঁদেরকে কোনও সাহায্য করছে না, সে কথাও পুলিশকে জানিয়েছেন তিনি।
view comments
Location :
First Published :
March 30, 2020 2:15 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সন্দেহে চিকিৎসক ভাড়াটেকে ধর্ষণের হুমকি দিয়ে ফ্ল্যাট খালি করার নির্দেশ বাড়ির মালিকের !