Coronavirus: ভোপালে করোনায় আক্রান্ত সাংবাদিক, উপস্থিত ছিল কমলনাথের সাংবাদিক সম্মেলনে

Last Updated:

আক্রান্ত সাংবাদিকের কোভিড ১৯ ধরা পড়ার পরই যারা তাঁর সংস্পর্শে এসেছেন সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে

#ভোপাল: অতিমারির দাপটে বিধ্বস্ত ভারত ৷ গোটা দেশে নতুন করে ৮৭ জন সংক্রমিত হলেন করোনায়। দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০৬। বুধবার ভোপাল থেকে ৬ জনের করোনা সংক্রমণের খবর এসেছে ৷ এর মধ্যে রয়েছেন এক সাংবাদিকও ৷ সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সম্প্রতি মধ্যপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সাংবাদিক সম্মেলনে প্রায় আরও ২০০ সংবাদমাধ্যম কর্মীর সঙ্গে হাজির ছিলেন এই সাংবাদিকও ৷
আক্রান্ত সাংবাদিকের কোভিড ১৯ ধরা পড়ার পরই যারা তাঁর সংস্পর্শে এসেছেন সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গত 20 মার্চ সাংবাদিক সম্মেলন করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান কমলনাথ ৷ সেই সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন এই করোনা আক্রান্ত সাংবাদিক ৷
জানা গিয়েছে করোনা সাংবাদিকের বছর ছাব্বিশের মেয়ে সদ্য লন্ডন থেকে ফিরেছেন ৷ কমলনাথের সাংবাদিক বৈঠকের আগের দিনই করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন ও তাঁর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁর সংস্পর্শে আসা ৯ জনের শরীরে সংক্রমণ পাওয়া না গেলেও এদিন ওই মহিলার সাংবাদিক বাবার টেস্ট রিপোর্টে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ এ খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বর্তমানে ওই সাংবাদিক তাঁর মেয়ের সঙ্গেই ভোপাল এইমসে ভর্তি ৷
advertisement
advertisement
মেয়ের রিপোর্ট পজিটিভ আসার পরেও কিভাবে ওই সাংবাদিক কমলনাথের প্রেস কনফারেন্সে গেলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সাংবাদিক ভদ্রলোকের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে নিন্দা করেছে ভোপাল জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট দিনেশ গুপ্তা ৷
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে উপস্থিত রিপোর্টার করোনায় আক্রান্ত এখবর আসার আগে থেকে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন কমলনাথ ৷ তাঁর পার্সোনাল সেক্রেটারিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে ৷ সব মিলিয়ে মধ্যপ্রদেশে এই নিয়ে ১৫ জনের করোনা সংক্রমণের রিপোর্ট সামনে এসেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: ভোপালে করোনায় আক্রান্ত সাংবাদিক, উপস্থিত ছিল কমলনাথের সাংবাদিক সম্মেলনে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement