করোনা আতঙ্কে বিশ্বকাপ জয়ের নায়ক, সংক্রমণের ভয়ে বাড়িও ফিরছেন না যোগীন্দর শর্মা

Last Updated:

করোনা সংক্রমণ রুখত লকডাউন কার্যকর করতে এখন দিনের বেশিরভাগ সময়টাই রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে যোগীন্দরকে৷

#হরিয়ানা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জিতিয়েছিলেন৷ ২০০৭ সালে বিশ্বকাপ জয়ের সেই নায়ক যোগীন্দর শর্মা এখন হরিয়ানার হিসারের ডেপুটি পুলিশ সুপার৷ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে স্নায়ুর চাপ ধরে রেখে দেশকে জিতিয়ে আনা যোগীন্দরও এখন করোনার ভয়ে বেশ আতঙ্কিত৷ সেই ভয় এতটাই যে নিজের পরিবারকে নিরাপদে রাখতে ডিউটি করে বাড়িতেও ফিরছেন না প্রাক্তন জাতীয় ক্রিকেটার৷
করোনা সংক্রমণ রুখত লকডাউন কার্যকর করতে এখন দিনের বেশিরভাগ সময়টাই রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে যোগীন্দরকে৷ নিজের কর্তব্যে অবশ্য কোনও গাফিলতি রাখছেন না প্রাক্তন এই ক্রিকেট তারকা৷ কিন্তু সেই কাজ করতে গিয়েই মাঝেমধ্যে অপরিচিতদের থেকে সংক্রামিত হওয়ার ভয় যে তাঁকেও গ্রাস করছে, একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকার করে নিয়েছেন হরিয়ানার এই পুলিশ কর্তা৷
advertisement
যোগীন্দর বলেন, 'এখন আমার দিন শুরু হয় সকাল ৬টায়৷ আজকে আমি সকাল ৯টায় বেরিয়েছি, রাত ৮টায় ফিরছি৷ কিন্তু যখন তখন জরুরি ডাক এলেই আমায় বেরিয়ে পড়তে হবে৷ আমি না বলতে পারব না৷ আমার দায়িত্বটাই এমন৷'
advertisement
মূলত হিসারের গ্রামীণ এলাকার দায়িত্ব সামলাচ্ছেন যোগীন্দর৷ ট্রাক, বাসের চালকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সংক্রমণ রুখতে বাড়িতে থাকার প্রয়োজনীয়তা বোঝাতে হচ্ছে তাঁকে৷ প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, সম্প্রতি একদল পরিযায়ী শ্রমিক হেঁটেই উত্তরপ্রদেশ এবং বিহারে ফেরার চেষ্টা করছিল৷ সেই সময়ে হাতে মাইক থাকলেও তাঁদের অনেককেই জনে জনে বুঝিয়ে স্থানীয় একটি জায়গায় থাকার ব্যবস্থা করতে হয় যোগীন্দর এবং তাঁর সহকর্মীদের৷ এভাবে অপরিচিত মানুষের সংস্পর্শে আসায় করোনা সংক্রমণের আশঙ্কা থাকছেই পুলিশকর্মীদের৷ ফলে যোগীন্দরও সেদিন কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন৷ কিন্তু তা সত্ত্বেও আর পাঁচজন পুলিশকর্মীর মতোই নিজের কর্তব্য পালন করে চলেছেন তিনি৷
advertisement
তবে নিজের পরিবারকে নিয়ে ঝুঁকি নিতে চাননা যোগীন্দর৷ হিসারে যে এলাকায় তাঁর পোস্টিং, সেখান থেকে গাড়িতে ঘণ্টা দেড়েকের মধ্যেই রোহতকের বাড়িতে ফেরা সম্ভব৷ কিন্তু যেহেতু দিনভর তিনি বাইরে কাজ করছেন এবং বহু মানুষের সংস্পর্শে আসছেন, তাই এখন গত কয়েকদিন ধরে বাড়ি না ফিরে হিসারেই থেকে যাচ্ছেন যোগীন্দর৷ কারণ তিনি কোনওভাবে চান না, পরিবারের কারও মধ্যে সংক্রমণ ছড়াক৷ প্রাক্তন ক্রিকেটারের কথায়, 'আমি কোনও ঝুঁকি নিতে চাই না৷ যেহেতু দিনভর বহু মানুষের সংস্পর্শে আসি, তাই এই সময়টা পরিবারের থেকে দূরে থাকতে চাই৷'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আতঙ্কে বিশ্বকাপ জয়ের নায়ক, সংক্রমণের ভয়ে বাড়িও ফিরছেন না যোগীন্দর শর্মা
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement