জনতা কার্ফু: শুনসান গোটা এলাকা, তার মধ্যেই ক্রেতাদের উপছে পড়া ভিড় দেখা গেল এই দোকানে!

Last Updated:

বেমানান লাগলেও আজ জনতা কার্ফুর মতো গুরুত্বপূর্ণ দিনে এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

#মহিষাদল: জনতা কার্ফুর কারণে রবিবার সকাল থেকেই শুনসান চেহারায় গোটা মহিষাদল শহর। অন্যান্য জায়গার মতো মহিষাদল শহরের রাস্তাঘাট ফাঁকা। বন্ধ সব দোকানপাটই। তারই মধ্যে শহরের একটি দোকানে দেখা গেল খদ্দেরদের ভীড়।
অন্য কোনও দোকান নয়, মদের দোকানেই দেখা গেল যুবকদের ভীড়। যুবক ক্রেতারা এদিন পকেট থেকে টাকা বের করতে কার্পণ্য করেনি।শুনসান রাস্তাঘাট আর বন্ধ অন্যান্য দোকানপাটের মাঝে খোলা দেশি ও বিদেশি মদের দোকান। যেখানে মদ কিনতে রবিবার সকাল থেকেই খদ্দেরদের আনাগোনা চলছে। মহিষাদল শহরের পুরনো বিলেতি মদের দোকানে ক্রেতারা আসছেন। টাকা দিচ্ছেন বিক্রেতাকে আর হাতে নিচ্ছেন মদের বোতল। বেমানান লাগলেও আজ জনতা কার্ফুর মতো গুরুত্বপূর্ণ দিনে এই ছবি ধরা পড়েছে ক্যামেরায়।
advertisement
খদ্দেরদের বেশিরভাগই বলছেন-করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে মদই ভরসা বলে তাঁরা জেনেছেন।  তাই করোনা নিয়ে চর্চা শুরুর পর থেকেই নাকি মদ খাওয়া বাড়িয়েছেন তাঁরা।  জনতা কার্ফুর দিনে কাজকর্ম না থাকায় খাওয়ার পরিমাণ সামান্য হলেও তাঁরা বাড়িয়েছেন বলেও জানিয়েছেন ক্রেতারা।
advertisement
জানা গিয়েছে, মহিষাদল শহর জুড়ে লাইসেন্স প্রাপ্ত বিলেতি মদের দোকান আছে তিনটি।  তারমধ্যে এদিন দুটি দোকান বন্ধ ছিল। খোলা ছিল একটিই দোকান। শহরের পুরনো বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় পড়ে এই দোকানটি। সেই দোকানেই মদ কেনার ভিড়। এমনিতেই তিনটে দোকান খোলা থাকলেও ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। তার ওপর আজ দুটো বন্ধ। সঙ্গে মদ খেলে করোনা ভাইরাসকে দুরে রাখা যায়, এই প্রচারে বিক্রির পরিমাণ আর পাঁচটা দিনের তুলনায় বেশিই বলে খবর।
advertisement
 SUJIT BHOWMIK
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
জনতা কার্ফু: শুনসান গোটা এলাকা, তার মধ্যেই ক্রেতাদের উপছে পড়া ভিড় দেখা গেল এই দোকানে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement