রাজ্য সরকারের নির্দেশ অমান্য করেও খোলা রইল ভারত সেবাশ্রমের স্কুল! চলল পরীক্ষাও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
#জলপাইগুড়ি: নির্দেশ অমান্য করেই খোলা হল স্কুল । এই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে । রাজ্য সরকারের নির্দেশ অমান্য করেই খুলে রাখা হল জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘের স্কুল । কতৃপক্ষের দাবি,
নোটিস না পাওয়ায় স্কুল খোলা ছিল । সরকারের নোটিশ না মেনে স্কুল খোলায় আজ সকাল থেকেই বিক্ষোভ দেখান অভিভাবকরা ।
করোনা সতর্কতায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জুড়েই। রাজ্য সরকার প্রথমে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল। পরে তা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়। এমনকি উচ্চ মাধ্যমিক ছাড়া সমস্ত পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তা সত্ত্বেও কী করে এই নির্দেশ অমান্য করে স্কুল খুলল ভারত সেবাশ্রম সংঘ, সেখানেই উঠছে প্রশ্ন । শুধু তাই নয়, পরীক্ষাও নেওয়া হচ্ছিল ওই স্কুলে।এর পরেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা । স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের পরে স্কুল বন্ধ করতে বাধ্য হয়। তবে এ দিন দক্ষিণ ২৪ পরগণারবিষ্ণুপুরেও কয়েকটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল খোলা ছিল । আগামিকাল থেকে স্কুল বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে বেসরকারি স্কুলগুলি।
advertisement
advertisement
Location :
First Published :
March 17, 2020 5:15 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রাজ্য সরকারের নির্দেশ অমান্য করেও খোলা রইল ভারত সেবাশ্রমের স্কুল! চলল পরীক্ষাও