#কলকাতা: রাজ্যে লকডাউন মানা হচ্ছে কি না, দেখতে হঠাত্ প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র৷ তা নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার করোনা টেস্টে ত্রুটি নিয়ে কেন্দ্রকে তুলোধনাও করলেন মুখ্যমন্ত্রী৷ বললেন, 'বাংলা পরীক্ষা করছে না বলে বদনাম করা হচ্ছিল৷ র্যাপিড টেস্ট কিট ত্রুটিপূর্ণ ছিল৷ ৩ রকমই কিটই ফেরত নিয়েছে৷ টেস্ট না হলে রোগী মারা যাবে৷ রোগী মৃত্যুর দায় কে নেবে?'
It is not true that we are doing less number of tests. A total of 7037 samples have been tested till now. There is a notice to withdraw testing kits, whose fault is it?: West Bengal Chief Secretary Rajiva Sinha pic.twitter.com/9DxKn7uYod
— ANI (@ANI) April 22, 2020
এ দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩২ জন৷ ফলে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ২৭৪ থেকে বেড়ে হয়েছে ৩০০৷ গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন সুস্থ হয়ে গিয়েছে রাজ্যে৷ ফলে আপাতত রাজ্যে মোট ৭৯ জন করোনা থেকে সুস্থ গিয়েছে৷ মৃত্যুর সংখ্যা ১৫৷
রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, 'আমরা কম টেস্ট করছি, এটা বলা ঠিক নয়৷ এখনও পর্যন্ত রাজ্যে ৭ হাজার ৩৭টি স্যাম্পেল টেস্ট হয়েছে৷ হঠাত্ নোটিস এল, টেস্টিং কিট ফেরত পাঠাতে হবে, কার দোষ?'
মমতা বলেন, করোনা যুদ্ধে অত্যন্ত ভাল লড়াই করা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে বদনাম করা হচ্ছে বাংলার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।