জিভে ইনফেকশন? করোনার নতুন এক উপসর্গের সন্ধান বিশেষজ্ঞদের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
জ্বর, খুশখুশে কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্টর মতো উপসর্গ দেখা দিলেই সতর্ক থাকছে মানুষ। কিন্তু এছাড়াও আরও একটি উপসর্গের কথা বলেছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা যেতে পারে, সেই বিষয়ে এত দিনে ওয়াকিবহল প্রত্যেকেই। তাই জ্বর, খুশখুশে কাশি, স্বাদ গন্ধ চলে যাওয়া, শ্বাসকষ্টর মতো উপসর্গ দেখা দিলেই সতর্ক থাকছে মানুষ। কিন্তু এছাড়াও আরও একটি উপসর্গের কথা বলেছেন বিশেষজ্ঞরা। এই বিরল উপসর্গের জন্য মুখের ভিতরে ইনফেকশন হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কিংস কলেজ লন্ডন-এর অধ্যাপক টিম স্পেকটর এক হেলথ ম্যাগাজিনকে জানিয়েছেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা যেতে পারে মুখের ভিতর। বেশ কয়েকজন কোভিডের রোগীদের মধ্যেই এই উপসর্গ তিনি লক্ষ্য করেছেন। মুখের ভিতরে ইনফেকশন, জিভে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। প্রতি পাঁচজন করোনা রোগীর মধ্যে একজনের এই উপসর্গের অভিজ্ঞতা রয়েছে।
কোভিডে আক্রান্ত রোগীদের মধ্যে মাউথ আলসার এর উপসর্গ যদিও এখনও বিরল বলেই ধরা হচ্ছে। এই উপসর্গে জিভের উপর ইনফেকশন হচ্ছে। তারপরে সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। করোনার প্রাথমিক উপসর্গ হিসেবেই এটি ধরা হচ্ছে।
advertisement
advertisement
তাই এই উপসর্গের সঙ্গে অন্য উপসর্গ দেখা গেলে তখনই সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। কিন্তু উপসর্গ তেমন ক্ষতিকর পর্যায়ে পৌঁছায় না বলে জানা যাচ্ছে। সময়ের সঙ্গে নিজে থেকেই এই সমস্যা কমতে থাকে।
তবে এই উপসর্গের সঙ্গে জ্বর, খুসখুসে কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গেলে আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Location :
First Published :
January 15, 2021 11:03 PM IST