বিশ্ব অর্থনীতিতে ঐতিহাসিক পতন ! দেখে নিন কী প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে

Last Updated:

লকডাউনের জেরে ভারতীয় অর্থনীতির হালও ভীষণ খারাপ

#নয়াদিল্লি : ভারতের সমস্ত কাজের সেক্টরে ভয়াবহ পতন দেখল এপ্রিল৷ করোনা ভাইরাস সংক্রমণের জন্য পৃথিবীর অর্থনীতি ভেঙে গেছে ৷ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি এক বিশাল অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে ৷ এমনটাই জানিয়েছে একটি বেসরকারি সমীক্ষা ৷
অতিমারির জেরে শিল্প, চাকরি, অর্থৈনিতক বৃদ্ধি সবকিছু একেবারে থমকে গেছে ৷ সরকারের সিদ্ধান্তে এই অবস্থায় জারি রয়েছে  সারা দেশে লকডাউন ৷ ২৮ মার্চ থেকে যা শুরু হয়েছে তা চলবে ১৭ মে অবধি ৷  The Nikkei/IHS Markit Services -র সমীক্ষা অনুযায়ি ক্রয় ক্ষমতার সূচক মার্চে যা ৪৯.৩ ছিল তা এপ্রিলে হয়েছে ৫.৪ ৷ এই সমীক্ষা -র ১৪ বছরের ইতিহাসে যা প্রথম ৷
advertisement
এটি রয়টার্সের একটি সমীক্ষার পূর্বভাস যা ৪০ ছিল তাকেও ভেঙে দিয়ে ৫০ স্তরে পৌঁছে গেছে ,আর্থিক সংকোচনের হার ৷ এটাই কোনও অর্থনীতির মান নির্ণয়ের প্রধান হিসেব হয়ে থাকে ৷
advertisement
নিজেদের সমীক্ষায় সংস্থাটি জানিয়েছে, ‘শীর্ষসূচকে একেবারে ৪০ পয়েন্টের পতন বোঝাচ্ছে লকডাউনের ফলে অর্থনীতি একেবারে থমকে দাঁড়িয়েছে ৷
১৯৩০ থেকে সারা পৃথিবী যেরকম অর্থনৈতিক মন্দা দেখেনি এই করোনা ভাইরাস অতিমারির জেরে  যা সারা পৃথিবী দেখল ৷
advertisement
কল কারখানার কাজকর্ম থমকে যাওয়ায় রেকর্ড পরিমাণ আর্থিক স্থবিরতা তৈরি হয়েছে এমনটাও বলা হয়েছে সমীক্ষায় ৷ এর পাশাপাশি সার্ভিস সেক্টরে অবাধ পতনের কারণে মোট পিএমআই সর্বকালীন হ্রাস পেয়ে গত মাসে ৭.২ হয়েছে যেটা মার্চে ছিল ৫০.৬ ৷ এরফলে কার্যত অর্থনীতি একেবারে শুয়ে পড়েছে বলা যায়৷
১৯৯০ -র এপ্রিল -জুনের কোয়ার্টারে ভারতের অর্থনীতি হ্রাস হয়ে ৫.২ %.ছিল ৷ তারপর এটাই সবচেয়ে আর্থিক মন্দাগ্রস্ত কোয়ার্টারের মধ্যে দিয়ে ়়যাবে ভারতীয় অর্থনীতি এমনটাই দাবি রয়টার্সের সমীক্ষায় ৷
advertisement
সমীক্ষায় বলা হয়েছে এরপর দেখতে হবে লকডাউন উঠে যাওয়ার পর মোদি সরকার কীরকমভাবে আস্তে আস্তে অর্থনীতির এই ধাক্কা সামলে উঠতে পারে ৷ কারণ সরকারের রাজস্ব নীতিতেও সীমিত জায়গা থাকবে এই ধাক্কা সামলানোর ৷
RBI ইতিমধ্যেই নিজেদের রেপো রেট ও রিভার্স রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট ও ১১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ৷
advertisement
সমীক্ষাকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ জিডিপি পরিসংখ্যানের ঐতিহাসিক ভিত্তিতে এপ্রিলে বাৎসরিক হারের  ১৫ % অর্থনীতি সংকুচিত হয়েছে ৷ ’
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিশ্ব অর্থনীতিতে ঐতিহাসিক পতন ! দেখে নিন কী প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement