সাবাশ! শুধু আমেরিকা নয়, এবার বিশ্বের ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাবে ভারত

Last Updated:
#নয়াদিল্লি: কয়েকদিন আগেই এই সঞ্জীবনী ওষুধ নিয়ে ভারত আর আমেরিকার মৌখিক যুদ্ধ দেখেছে গোটা বিশ্ব । অবশেষে করোনা ভাইরাসের প্রধান অস্ত্র হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ রফতানিতে সমস্ত নিষেধাজ্ঞা তুলেছে ভারত । আমেরিকাকেও পাঠানো হয়েছে অ্যান্টি-ম্যালেরিয়ার এই ওষুধ ।
তবে এবার শুধু আমেরিকা নয়, বিশ্বের আরও ২৫টি করোনাআক্রান্ত দেশে এই ওষুধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । আমেরিকা-সহ মোট ৩০টি দেশ ভারতের কাছে ওষুধের জন্য অনুরোধ জানিয়েছিল। সেখানে ২৫টি দেশে রফতানির ছাড়পত্র দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প করোনার চিকিত্সায় এই ওষুধটিকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন। তার পরেই হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়তে থাকে। এমনকী ভারতেও এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে। তবে ভারত জানিয়েছে কোনও প্রাইভেট কোম্পাানি নয়, একমাত্র বিদেশের সরকারকেই এই ড্রাগ বিক্রি করবে ভারত ।
advertisement
ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেনের কাছে পৌঁছে গিয়েছে যথেষ্ট পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন । ভারতকে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তাঁরা ।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সাবাশ! শুধু আমেরিকা নয়, এবার বিশ্বের ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠাবে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement