আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে আমেরিকা, কানাডা, আমিরশাহীর সঙ্গে আলোচনায় ভারত

Last Updated:

এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এ বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে ৷

#নয়াদিল্ল: ভারতে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা কবে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট করেনি কেন্দ্র ৷ তবে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এ বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে ৷ জুলাই মাস থেকেই যা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিমান চালানো নিয়ে বিভিন্ন বিষযে কথাবার্তা চলছে ৷ দ্রুত ভারত থেকে বিদেশের বিভিন্ন রুটেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ৷
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশই ইন্টারন্যাশনাল রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে ৷ যদিও সেই তালিকায় জায়গা পায়নি ভারত ৷ এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়নের তরফে প্রতি দু’সপ্তাহ অন্তর অন্তর রিভিউ হয় ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সময় লাগার কথা নয় ৷ ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ হয়েছে ১০০ দিনের বেশি হয়ে গেল ৷ ভারতে এবং অন্যান্য শহরে আন্তর্জাতিক উড়ান নিয়ে চাহিদা এখনও যথেষ্ট রয়েছে ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, অন্তত কিছু দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা সম্ভব হয়, সেই চেষ্টাতেই রয়েছে কেন্দ্র ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে আমেরিকা, কানাডা, আমিরশাহীর সঙ্গে আলোচনায় ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement