#নয়াদিল্ল: ভারতে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা কবে শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট করেনি কেন্দ্র ৷ তবে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরবিন্দ সিং জানিয়েছেন, এ বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে ৷ জুলাই মাস থেকেই যা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বিমান চালানো নিয়ে বিভিন্ন বিষযে কথাবার্তা চলছে ৷ দ্রুত ভারত থেকে বিদেশের বিভিন্ন রুটেও যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে ৷
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশই ইন্টারন্যাশনাল রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে ৷ যদিও সেই তালিকায় জায়গা পায়নি ভারত ৷ এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়নের তরফে প্রতি দু’সপ্তাহ অন্তর অন্তর রিভিউ হয় ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সময় লাগার কথা নয় ৷ ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ হয়েছে ১০০ দিনের বেশি হয়ে গেল ৷ ভারতে এবং অন্যান্য শহরে আন্তর্জাতিক উড়ান নিয়ে চাহিদা এখনও যথেষ্ট রয়েছে ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, অন্তত কিছু দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা সম্ভব হয়, সেই চেষ্টাতেই রয়েছে কেন্দ্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, International Flights