#নয়াদিল্লি : একদিকে উঁকি মারছে তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কা, তেমন আবার সাম্রাজ্য বিস্তার করছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta Plus Variant)। তবে এতসবের মধ্যেও সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান (Daily Covid Cases)। চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করেছিল সংক্রমণ। কিন্তু লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নিচে। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে এরইমধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট (Delta Plus Variant)। এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ৬৯৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১,১৮৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন।
India reports 48,698 new #COVID19 cases, 64,818 recoveries, and 1,183 deaths in the last 24 hours, as per the Union Health Ministry. Total cases: 3,01,83,143 Total recoveries: 2,91,93,085 Death toll: 3,94,493 Active cases: 5,95,565 pic.twitter.com/NIfDeKqKMm
— ANI (@ANI) June 26, 2021
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫ জন। মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ৮৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
টিকাকরণে গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি। এখনও পর্যন্ত ভারতে টিকা পেয়েছেন সাড়ে ৩১ কোটির বেশি মানুষ। টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৪৫ হাজার ৮০৯টি নমুনা পরীক্ষা হয়েছে।
তবে বাড়তে থাকা করোনার ডেল্টা প্লাস ভ্য়ারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন দেশবাসী। মহারাষ্ট্র-সহ আটটি রাজ্যকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। বিভিন্ন রাজ্য থেকে গোটা দেশে ইতিমধ্যেই সামনে এসেছে মোট ৪৮টি কেস। সবচেয়ে বেশি সংখ্যক রোগী ধরা পড়েছে মহারাষ্ট্রে। তাই অগ্রিম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর, গুজরাট ও হরিয়ানাকে কনটেন্টমেন্ট জোন তৈরি করে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta Plus variant) রোখার উদ্যোগ নিতে চিঠি দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ সতর্কতা জারি মহারাষ্ট্রেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Delta plus, India coronavirus