সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত, ঢালাও প্রশংসা আইএমএফ প্রধানের মুখে

Last Updated:

গীতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, করোনার জেরে আবিশ্ব করোনা সংক্রমণের জেরে বিশ্বায়ন মুখ থুবড়ে পড়েছে। তাঁর কথায়, এই ঘটনার অভিঘাতে বেশির ভাগ দেশই রক্ষণশীল হয়ে উঠেছে দেশ বাঁচানোর স্বার্থেই।

করোনা সংক্রমণ আটকাতে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান গীতা গোপীনাথ। পাশাপাশি তিনি বললেন, অদূর ভবিষ্যতে আরও ভাল পদক্ষেপের আশা রাখছেন তিনি।
বুধবার সিএনবিসি টিভি১৮কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে গীতা গোপীনাথ বলেন, "ভারত সরকার খুব দ্রুত অগ্রাধিকার স্থির করেছে। স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখেই সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে ভারত।" দুর্বলকে সরাসরি সাহায্য করার প্রকল্পের স্তুতিও ঝরেছে গীতার মুখে। তাঁর পরামর্শ, " আরবিআই যেন বাজারে টাকার জোগানের বন্দোবস্ত করে।"
গীতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, করোনার জেরে আবিশ্ব করোনা সংক্রমণের জেরে বিশ্বায়ন মুখ থুবড়ে পড়েছে। তাঁর কথায়, এই ঘটনার অভিঘাতে বেশির ভাগ দেশই রক্ষণশীল হয়ে উঠেছে দেশ বাঁচানোর স্বার্থেই। গীতার মত,শুধু করোনাই নয় বিশ্বায়ন থেকে পিছনে হাঁটাও বিশ্ব অর্থনীতিকে অনেকটা পিছিয়ে দেবে।আইএমফ প্রধানের অনুমান, এই বছরের দ্বিতীয়ার্ধেও যদি বিশ্বের বাজার সচল না হয় তবে অন্তত ৬ শতাংশ সংকোচন দেখবে বিশ্বের বাজার।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে ভারত, ঢালাও প্রশংসা আইএমএফ প্রধানের মুখে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement