Corona 2nd wave: ভারতে নতুন প্রজাতি ছড়িয়েছে ধর্মীয় সমাবেশ থেকেই, মেনে নিল ICMR

Last Updated:

এই স্ট্রেন বিদেশীদের দেহ থেকে ভারতীয়দের শরীরে সংক্রমিত হয়েছিল প্রথমে । এরপর জমায়েতের মাধ্যমে তা ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে ।

#নয়াদিল্লি: অবশেষে মেনে নিল ICMR । ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার প্রধান ও অন্যতম কারণ হল ধর্মীয় জমায়েত বা রাজনৈতিক সমাবেশের মতো বিশাল সংখ্যক মানুষের ভিড় । বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) আগেই ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণ হিসাবে এই জমায়েতকে দায়ী করেছিল । এ বার সেই তত্ত্বেই শিলমোহর দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর বিজ্ঞানীরা । ICMR-এর নিজস্ব একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ।
ICMR-এর গবেষণায় উঠে এসেছে, করোনার নতুন এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের যাতায়াত ও ধর্মীয় অনুষ্ঠানগুলি থেকে । ভারতে সর্বপ্রথম করোনার B.1.617 স্ট্রেনটি চিহ্নিত হয়েছিল গত বছরের অক্টোবর মাসে । এই স্ট্রেন বিদেশীদের দেহ থেকে ভারতীয়দের শরীরে সংক্রমিত হয়েছিল প্রথমে । এরপর জমায়েতের মাধ্যমে তা ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে । আগে করোনার B.1.617 স্ট্রেনটিকে গোটা বিশ্বের জন্য বিপদজ্জনক ঘোষণা করেছিল হু । অতি সক্রিয় সংক্রমণের ক্ষমতা সম্পন্ন B.1.351 এবং E484Q করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেনটি এরপর ভারতে পাওয়া যায় । যা আরও মারাত্মক হয়ে ওঠে বিপুল জমায়েতের মাধ্যমে তা হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় ।
advertisement
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরিযায়ী সমস্যাই হোক, আর ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়াই হোক, এ সবের দায় কি কেন্দ্রীয় সরকার এড়াতে পারে?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona 2nd wave: ভারতে নতুন প্রজাতি ছড়িয়েছে ধর্মীয় সমাবেশ থেকেই, মেনে নিল ICMR
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement