আমি করোনা এক্সপ্রেস বলিনি, মানুষ বলেছেন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটাক্ষের কড়া প্রতিক্রিয়ায় করোনা এক্সপ্রেস মন্তব্যের ব্যাখা দিলেন মুখ্যমন্ত্রী ৷

#কলকাতা: ফের করোনা এক্সপ্রেস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কটাক্ষের কড়া প্রতিক্রিয়ায় করোনা এক্সপ্রেস মন্তব্যের ব্যাখা দিলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘আমি করোনা এক্সপ্রেস বলিনি, মানুষ করোনা এক্সপ্রেস বলেছেন ৷’ পাল্টা পরিযায়ীদের নিয়ে কেন্দ্রের অদূরদর্শিতার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার বাংলায় প্রথম ভার্চুয়াল র‍্যালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতাকে নিশানা করে শাহ বললেন,মমতাদিদি, আপনি শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলেছেন৷ এই কথাই আপনার বেরনোর রাস্তা সুগম করে দিল৷ শ্রমিক ট্রেনের নাম দিলেন করোনা এক্সপ্রেস৷ করোনা এক্সপ্রেস দিদির এক্সজিট এক্সপ্রেস৷ শ্রমিকরা এই অপমান ভুলবেন না ৷' সেই বক্তব্যেরই পাল্টা জবাবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিযায়ী শ্রমিক স্পেশালে ইচ্ছে করে গাদা গাদা লোক পাঠানো হচ্ছে ৷ ১২০০ লোক আসার কথা যে ট্রেনে সেখানে ২৫০০ লোক পাঠাচ্ছে ! একসঙ্গে গাদাগাদি লোক পাঠানোয় করোনা ছড়ানোর আশঙ্কা ৷ তাই মানুষ করোনা এক্সপ্রেস বলেছেন ৷’
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় ফের কেন্দ্রের সমালোচনার সুর ৷ বলেন, ‘লকডাউন ঘোষণার তিনদিন আগেই পরিযায়ীদের শ্রমিক এক্সপ্রেস চালিয়ে নিজেদের রাজ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করা উচিত ছিল কেন্দ্রের ৷ তাহলে আজ আর এই অবস্থা হত না ৷’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলায় এখনও পর্যন্ত ২৫৫ ট্রেনে ১১লক্ষ পরিযায়ী ফিরেছেন ৷ পরিযায়ীদের নিয়ে আরও ২২ ট্রেন আসবে, তাতে ৩০ হাজার পরিযায়ী ফিরবেন ৷’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আমি করোনা এক্সপ্রেস বলিনি, মানুষ বলেছেন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement