করোনা ‌সারাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, ট্রাম্পের সব আশায় জল ঢাললেন গবেষকরা

Last Updated:

একাধিক গবেষণা পুরো বিষয়টি নিয়ে তলিয়ে ভাবতেই দেখা গিয়েছে, করোনা মোকাবিলায় এটি কোনও কাজে লাগবে না।

#‌লন্ডন:‌ দুটি গবেষণায় দেখা গেল, হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় কোনও কাজেই আসছে না। ফলে এককথায় বলা চলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত আশায় জল ঢেলে দিলেন গবেষকরা। এই ওষুধ নিয়েই ভারতের সঙ্গে প্রায় সম্পর্কের তিক্ততা বাড়িয়ে ফেলেছিলেন ট্রাম্প। কিন্তু সেই ওষুধই কোনও কাজের নয় বলে জানিয়েছেন গবেষকরা।
সাধারণত হাইড্রক্সিক্লোরোকুইন ব্যথা জাতীয় নানা কাজে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, এটির ফলে করোনা মোকাবিলায় সুবিধা হতে পারে। গবেষণাগারে নাকি ইতিবাচক ফলও মিলেছিল। কিন্তু তারপর একাধিক গবেষণা পুরো বিষয়টি নিয়ে তলিয়ে ভাবতেই দেখা গিয়েছে, করোনা মোকাবিলায় এটি কোনও কাজে লাগবে না।
দুটি পৃথক গবেষণার প্রথমটি প্রকাশিত হয়েছিল ১৪ মে। ফ্রান্সে ১৮১ জন অসুস্থ রোগীর ওপর এই ওষুধের পরীক্ষা করা হয়েছিল। পরেই দেখা যায় এটি কাজের বিশেষ নয়। এই রোগীদের অর্ধেকের ওপর ওষুধ প্রয়োগ করা হয়, বাকি অর্ধেকের ওপর করা হয় না। এই ওষুধের প্রয়োগের ফলে শরীরে রোগের প্রকোপ কমেনি একটুও। তাই গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার স্পষ্ট করে দিয়েছে যে হাসপাতালে বা আইসিইউ–তে থাকছেন যাঁরা, সেই রোগীদের ওপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করে বিশেষ লাভ নেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ‌সারাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, ট্রাম্পের সব আশায় জল ঢাললেন গবেষকরা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement