যাঁদের ট্রিটমেন্ট চলছে তারা শেষ করুন হাইড্রক্সিক্লোরোকুইনের কোর্স জানিয়ে দিল WHO

Last Updated:

মঙ্গলবার দিন নিজেদের নয়া অবস্থান নিয়ে আবার বিবৃতি জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

#নয়াদিল্লি:  একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়ে দিয়েছিল করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধ করার কথা ৷ তবে এবার তারা জানাল যেখানে যেখানে রোগীদের এই ওষুধ দিয়ে চিকিৎসা কার্য শুরু হয়ে গেছে অর্থাৎ যে রোগীরা এর কোর্স করছেন তারা যেন সেই নিয়ম মেনেই ওষুধের কোর্স শেষ করেন ৷ অটো ইমিউন ডিজিসের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিরাপদ ৷
মঙ্গলবার দিন নিজেদের নয়া অবস্থান নিয়ে আবার বিবৃতি জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ সারা পৃথিবীতে এই ওষুধ ব্যবহারের ভিত্তিতে দ্য ল্যানসেটে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার হয়েছে এমন রোগীদের মৃত্যুর হার বেশি ৷
ভারত সহ ১৩ টি দেশে এই মুহূর্তে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করেছে তার করোনা রোগীদের চিকিৎসার জন্য ৷ ১৫০০ মানুষের ওপর এই ওষুধের প্রয়োগ চলছে ৷
advertisement
advertisement
WHO -র এই বিবৃতি এসেছে কারণ ব্রিটিশ রিসার্চাররা র‍্যান্ডাম টেস্ট করছেন এই ওষুধের ব্যবহার করছেন ৷
এদিকে এর আগে করোনা মোকাবিলায় কতটা কার্যকর হাইড্রক্সিক্লোরোকুইন? উত্তরটা খুব সুখকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগাগোড়া এই ওষুধের সপক্ষে কথা বলে এসেছেন, অন্য দিকে হাতেকলমে কাজ করা স্বাস্থ্যকর্মীরা বারবার বলেছেন, হিতে বিপরীত হচ্ছে। সমস্ত দিক মাথায় রেখেই এবার ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্যসংস্থা 'হু'। হু অনির্দিষ্টকালের জন্য এই ম্যালেরিয়া ড্রাগের ট্রায়াল বন্ধ রাখছে।
advertisement
সোমবার একটি অনলাইন বৈঠকে হু সচিব টেড্রস আধানম বলেন, সংস্থার একজিকিউটিভ গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত স্থগিত রাখা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল।"
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
যাঁদের ট্রিটমেন্ট চলছে তারা শেষ করুন হাইড্রক্সিক্লোরোকুইনের কোর্স জানিয়ে দিল WHO
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement