লকডাউনে সমস্যায় পড়লে কীভাবে পাবেন কার্ফু ই-পাস? রইল বিস্তারিত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে বাড়িতে যদি কোনও বড় অঘটন হয়, তাহলে কী করবেন? যদি কেউ অসুস্থ হয়, তাহলে কীভাবে তাকে নিয়ে যাবেন হাসপাতালে? এর জন্য থাকছে বিশেষ ই-পাস৷
#কলকাতা: লকডাউনে বন্ধ হয়ে সবকিছু৷ বাড়ির বাইরে পা দেওয়া মানা৷ কারণ এমন না হলে করোনার সঙ্গে যুদ্ধে জেতা যাবে না৷ প্রাণ ভয়ে তাই তো সকলেই বাড়িতেই থাকছেন৷ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের জন্য অবশ্য অনেকেই রাস্তায় বেরচ্ছেন৷ তবে সেখানেও মেনে চলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্সিং৷ তবে বাড়িতে যদি কোনও বড় অঘটন হয়, তাহলে কী করবেন? যদি কেউ অসুস্থ হয়, তাহলে কীভাবে তাকে নিয়ে যাবেন হাসপাতালে? এর জন্য থাকছে বিশেষ ই-পাস৷ সেই পাস দেখিয়ে আপনি জরুরি পরিষেবা পেতে পারেন৷ কিন্তু সেই পাস পাবেন কোথা থেকে? কে দেবে সেই ই-পাস?
নিজের প্রয়োজন জানিয়ে ওয়েবসাইটে লিখতে হবে৷ জানাতে হবে কেন এই লকডাউনেও আপনি বাইরে যেতে চাইছেন৷ আপনার প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ তা বিচার করেই মিলবে এই পাস৷ পাস দিখিয়ে আপনি যেতে পারবেন আপনার গন্তব্যে৷
যেভাবে কাজ করবে এই সাইটগুলি
advertisement
১) ওয়েবসাইটে গিয়ে অ্যাপলাই পাস সিলেক্ট করুন৷
২)প্রয়োজনীয় নথি সহকারে সব লিখুন৷
৩) আপনার প্রয়োজন বুঝে হ্যাঁ বা না জানাবে কর্তৃপক্ষ৷
advertisement
৪) তারপরই পেয়ে যাবেন পাস এবং সেই পাসের প্রিন্ট নিয়ে আপনি বাইরে যেতে পারবেন৷
প্রতিটি রাজ্যের এই বিশেষ ওবেসাইট থাকল আপনাদের জন্য৷
কলকাতা: https://coronapass.kolkatapolice.org
অন্ধ্রপ্রদেশ:https://gramawardsachivalayam.ap.gov.in/CVPASSAPP/CV/CVOrganizationRegistration
অসম:http://103.8.249.88/applyonline/index.php/gatepasscontrol/applycaronline
বিহার: https://serviceonline.bihar.gov.in/login.do?
ছত্তিসগড়: http://admser.chd.nic.in/dpc/Default.aspx
ছত্তিসগড়:https://play.google.com/store/apps/details?id=com.allsoft.corona
দিল্লি: https://epass.jantasamvad.org/epass/relief/english/
গোয়া: https://goaonline.gov.in/Public/UserRegistration_af
advertisement
গুজরাত:https://www.digitalgujarat.gov.in/Citizen/CitizenService.aspx
হরিয়ানা: https://covidssharyana.in
হিমাচল প্রদেশ: http://covidepass.hp.gov.in/apply-for-e-pass/
জম্মু ও কাশ্মীর: https://jammu.nic.in/covid19/
ঝাড়খণ্ড:https://play.google.com/store/apps/details?id=com.pragyaam.grid.mobile&hl=en_IN
কর্ণাটক:https://play.google.com/store/apps/details?id=com.mygate.express&hl=en
কেরল: https://pass.bsafe.kerala.gov.in
মধ্যপ্রদেশ: https://mapit.gov.in/covid-19/
মহারাষ্ট্র: https://covid19.mhpolice.in
মণিপুর: https://tengbang.in/StrandedForm.aspx
মেঘালয়: https://megedistrict.gov.in/login.do?
ওড়িশা: http://epass.ocac.in
পুদুচেরি: https://covid19.py.gov.in
advertisement
পঞ্জাব: https://epasscovid19.pais.net.in
রাজস্থান:https://play.google.com/store/apps/details?id=com.datainfosys.rajasthanpolice.publicapp
উত্তর প্রদেশ: http://164.100.68.164/upepass2/
উত্তরাখাণ্ড: https://policecitizenportal.uk.gov.in/e_pass/Home/Index
তামিলনাড়ু: https://serviceonline.gov.in/tamilnadu/login.do?
তেলঙ্গানা: https://covid19.telangana.gov.in
Location :
First Published :
April 14, 2020 6:04 PM IST