লকডাউন বাড়ানো নিয়ে কী মত? সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রাজ্যগুলির কোন বিষয় নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রীরা, বা ১ জুনের পর কোন ক্ষেত্রগুলি তাঁরা ছাড় দিতে চাইছেন, জানতে চাওয়া হয় সে বিষয়ে৷
#নয়াদিল্লি: ৩১ মে শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন৷ তারপর কি আর বাড়ানো হবে লকডাউন? কী হবে করোনা মোকাবিলায় দেশের রূপরেখা? তা নিয়ে আলোচনা করতেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত নেওয়া হয়৷ ১ জুন থেকে কীভাবে চলতে চাইছেন তাঁরা, কোন ক্ষেত্রগুলিকেই বা খুলে দিতে চাইছেন, তার ওপরও গুরুত্ব দেওয়া হয়৷
এখনও পর্যন্ত দেশে প্রতিটি লকডাউনের সময়সীমা বাড়ানোর আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী৷ এবারই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ এই বৈঠকের পর সকলের মতামত সম্পূর্ণরূপে জানা না গেলেও মোটের ওপর যে তাঁরা লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন, সেটা বোঝা গিয়েছে৷ তবে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চাননি কোন মুখ্যমন্ত্রী, অর্থনীতির দিক থেকে ছাড় দিয়ে ধীরে ধীরে সাধারণ ব্যবস্থায় ফিরে আসার পক্ষেই প্রায় সকলে৷
advertisement
এর আগে বৃহস্পতিবার ১৩টি শহরের মিউনিসিপ্যাল কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে কপ্রস্ত ভিডিও কনফারেন্স করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌব৷ দেশের প্রায় ৭০ শতাংশ করোনা সংক্রমংণ রয়েছে এই ১৩টি শহরেই৷ কন্টেইনমেন্ট জোনগুলিকে পুরোপুরি সিল করার পক্ষে সওয়াল করেছেন ক্যাবিনেট সচিব৷
advertisement
চতুর্থ দফার লকডাউন শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি৷ এরমধ্যেই কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে৷ তারই মধ্যে হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় উঠে এসেছে ভারত৷ ৪৫৩১ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত দেড় লাখের ওপর৷
advertisement
তবে আপাতত স্কুল, কলেজ, মল খোলা হবে না বলেই সূত্রের খবর৷ একই ভাবে হোটেল, রেস্তোরাঁ, সিনেমা হল, সুইমিং পুল, জিমও থাকবে বন্ধ৷
Location :
First Published :
May 29, 2020 8:37 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন বাড়ানো নিয়ে কী মত? সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের