‘ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে’, বলছেন বিশেষজ্ঞরা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। বিশ্বে সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে। ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮,৩৯২ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি।
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের দু’মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮,৩৯২ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি।
বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ । প্রথম থেকে এই ভয়টাই পাচ্ছিলেন সবাই। কারণ একবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। অন্যদিকে, বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, ডিসেম্বর মাসের মধ্যে দেশের জনসংখ্যার ৫০ শতাংশই করোনা আক্রান্ত হতে পারেন। 'জয়েন্ট কোভিড টাস্ক ফোর্স'-এর ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল, যাতে ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের প্রাক্তন মাথাও রয়েছেন, সেই দলের মতে, গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে দেশে । '
advertisement
জয়েন্ট কোভিড টাস্ক ফোর্স'-এ ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ এপিডেমিওলজিস্টস-এর সদস্যরা রয়েছেন। গত এপ্রিল মাসে এই দলটি গঠন করা হয়েছে। তাঁরা বলছেন, কেন্দ্রীয় সরকার স্বীকার না করলেও ভারতের বিপুল পরিমাণে আক্রান্তের সংখ্যা এটাই প্রমাণ করছে যে এখানে কম্যুনিটি ট্রান্সমিশন হয়ে গিয়েছে । করোনা সংক্রমণের এটা তৃতীয় ধাপ । এ ক্ষেত্রে বোঝাই যায় না কারও শরীরে কোন পথে ভাইরাসের সংক্রমণ ঘটেছে ।
advertisement
advertisement

রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫ জন। বিশ্বে সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩৯৪। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮১৮। ইতিমধ্যেই করোনায় মৃত্যুতে চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গেই এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।
advertisement
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক জায়গা হচ্ছে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসেবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬৫৫ । আর মৃত্যু হয়েছে ২,২৮৬ জনের ৷ আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু । সেখানে এখনও মোট আক্রান্তের সংখ্যা ২২,৩৩৩ আর মৃত্যু হয়েছে ১৭৩ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ১৯ হাজার ৮৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৬,৭৭৯ আর মৃত্যু হয়েছে ১,০৩৮ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫০১ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৭ জন। মৃত্যু হয়েছে ২৪৫ জনের। কো-মর্বিডিটির কারণে মৃত আরও ৭২ জন।
view commentsLocation :
First Published :
June 01, 2020 3:58 PM IST