#নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। সরকারি কর্মীদের এবং পেনশনভোগীদের ডিএ বাড়ছে না।বৃহস্পতিবার স্পষ্ট করে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
বৃহস্পতিবার মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে যে অতিরিক্ত ডিএ পাওয়ার কথা তা দেওয়া সম্ভব নয়। এমনকী, ২০২১সালের ১ জানুয়ারি থেকে যে অতিরিক্ত ডিয়ারনেস রিলিফ (ডিআর) পাওয়ার কথা সরকারি কর্মচারীদের, তাও দেওয়া হবে না। অর্থাৎ আগের ১৭ শতাংশ হারেই ডিএ পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
গত মাসেই কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়। নতুন ক্রম অনুসারে ঠিক হয়, ১৭ শতাংশের জায়গায় ২১ শতাংশ ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। কিন্তু করোনার জেরে সরকারি আয় তলানিতে চলে যাওয়ায়, খরচ কমাতে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করছে কেন্দ্র।
সরকারে এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে ৫৪ লক্ষ সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীর অর্থনীতিতে। পাশাপাশি উল্লেখ্য, বর্ধিত হারে ডিএ দিতে হলে সরকারের খরচ হত ১৪,৫০০ কোটি টাকা।