রাজ্যে গ্রিন জোনে শুরু হলো সরকারি বাস পরিষেবা, আতঙ্ক কাটিয়ে তৈরি চালক- কন্ডাক্টররা

Last Updated:

এ দিন রায়গঞ্জ ডিপো থেকে জেলার মধ্যে চলাচলের জন্য চারটি বাস ছাড়ে৷ ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে৷

#রায়গঞ্জ: গ্রিন জোনে বেসরকারি বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার৷ কিন্তু মাত্র কুড়ি জন যাত্রী নিয়ে বাস চালালে আর্থিক ক্ষতি হবে, এই যুক্তিতে বাস নামাননি বেসরকারি বাসের মালিকরা৷ তবে বেসরকারি বাস চালু না হলেও গ্রিন জোন হিসেবে চিহ্নিত উত্তর দিনাজপুর জেলায় এ দিন থেকে সরকারি বাসের পরিষেবা শুরু হয়ে গেল৷ বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি জেলার বাসিন্দারাও৷
উত্তর দিনাজপুর জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ তাই এই জেলা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে৷ সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের জন্য এনবিএসটিসি-র পক্ষ থেকে রেইন কোট, মাস্ক, গ্লাভস, টুপি এবং চশমা পাঠানো হয়েছে৷ করোনা আতঙ্কের মধ্যেই সেই সমস্ত সুরক্ষা সরঞ্জাম পরে এ দিন থেকেই পরিষেবা শুরু করলেন সরকারি বাসের কর্মীরা৷
advertisement
এ দিন রায়গঞ্জ ডিপো থেকে জেলার মধ্যে চলাচলের জন্য চারটি বাস ছাড়ে৷ ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে৷ বাস ছাড়ার আগে তৃণমূল কংগ্রেস সমর্থিত আইএনটিটিইউসি-র কর্মী সংগঠনের পক্ষ থেকে চালক এবং কন্ডাক্টরদের সংবর্ধনা দেওয়া হয়৷ চালক এবং কন্ডাক্টরদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাস ছাড়ার আগে পুষ্পবৃষ্টিও করা হয়৷
advertisement
advertisement
চালকদের সংবর্ধনা জানানো হয়৷
সংগঠনের নেতা কৌশিক দে জানিয়েছেন, করোনা যুদ্ধে অন্যান্যদের সঙ্গে আজ থেকে সরকারি বাসের কর্মীরা যুক্ত হলেন। সংস্থার কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহিত করতেই  এই কর্মসূচি নেওয়া হয়েছে। বাস চালক ভজহরি মণ্ডল জানিয়েছেন, সরকার তাঁদের জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ফলে আতঙ্ক কাটিয়ে তাঁরা যাত্রী পরিষেবা দিতে রাস্তা নেমেছেন।
advertisement
UTTAM PAUL
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রাজ্যে গ্রিন জোনে শুরু হলো সরকারি বাস পরিষেবা, আতঙ্ক কাটিয়ে তৈরি চালক- কন্ডাক্টররা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement