লকডাউনে কর্মহীন মা, বোনেদের অনলাইন ক্লাসের খরচ জোগাতে চা বেচছে ১৪ বছরের কিশোর

Last Updated:

মুম্বইয়ের বাসিন্দা ১৪ বছর বয়সি এই বালকের নাম শুভান৷ মাত্র ২ বছর বয়সে নিজের বাবাকে হারায় সে৷

#মুম্বই: করোনা ভাইরাস এবং তার জেরে লকডাউন অনেকেরই জীবন পুরোপুরি বদলে দিয়েছে৷ কেউ চাকরি হারিয়েছেন, কারও উপার্জন তলানিতে এসে ঠেকেছে৷ বাধ্য হয়ে বহু মানুষ বিকল্প পথে আয়ের পথ খুঁজে নিয়েছেন৷ সেরকমই এক বালকের খোঁজ মিলল মুম্বইয়ের পথে৷ লকডাউনের ধাক্কায় বই খাতা ছেড়ে যাকে রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করতে হচ্ছে৷
মুম্বইয়ের বাসিন্দা ১৪ বছর বয়সি এই বালকের নাম শুভান৷ মাত্র ২ বছর বয়সে নিজের বাবাকে হারায় সে৷ মা ছাড়াও শুভানের বাড়িতে তার বোনেরা রয়েছে৷ বাবার মৃ্ত্যুর পর থেকেই শুভানের মায়ের উপার্জনেই সংসার চলত৷ তিনি একটি স্কুল বাসের অ্যাটেন্ড্যান্ট ছিলেন৷ কিন্তু লকডাউনের জেরে সেই কাজ হারান তিনি৷ ফলে অথৈ জলে পড়ে শুভানদের পরিবার৷
advertisement
এই পরিস্থিতিতে নিজের ঘাড়েই সংসারের দায়িত্ব তুলে নেয় ১৪ বছরের বালক৷ রাস্তার ধারে চা বিক্রি করতে শুরু করে সে৷ সংসার চালানোর পাশাপাশি নিজের বোনেদের অনলাইন ক্লাসের খরচ এ ভাবেই জোগাড় করছে শুভান৷ স্কুল খুললে তার পর নিজের পড়াশোনা শুরু করবে এই বালক৷
advertisement
লকডাউন শুরু পর থেকেই গোটা দেশে বন্ধ হয়ে যায় স্কুল সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান৷ পরবর্তী সময়ে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হলেও দেশজুড়ে স্কুল এখনও বন্ধই রয়েছে৷ পড়াশোনা মূলত হচ্ছে অনলাইনে৷ যার খরচ বহন করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনে কর্মহীন মা, বোনেদের অনলাইন ক্লাসের খরচ জোগাতে চা বেচছে ১৪ বছরের কিশোর
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement