লকডাউন উপেক্ষা করে বিজেপি বিধায়কের বিরাট জন্মদিনের পার্টি!‌ বিরিয়ানি পেলেন অতিথিরা

Last Updated:

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, ইদাগারু সরকারি স্কুলের স্থানীয় বিধায়কের জন্মদিনের জন্য প্যান্ডেল করা হয়েছে।

#‌বেঙ্গালুরু:‌ লকডাউনকে থোড়াই কেয়ার!‌ বিজেপির বিধায়কের জন্মদিন বলে কথা, তাই বিপুল সেলিব্রেশনের আয়োজন বেঙ্গালুরুতে। কর্নাটকের তুমকুরের গুব্বি তালুকের একটি স্কুলে আয়োজিত হল বিজেপি বিধায়ক তুরুভেকেরে এম জয়রামের জন্মদিনের পার্টি। শুক্রবারের সেই পার্টিতে গ্রাম থেকে এলেন শতাধিক মানুষ। লকডাউন, সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মতো নিয়ম কানুন শিকেয় তুলে সেখানেই ‘‌গ্র‌্যান্ড’‌ স্টাইলে সারাদিন ধরে জন্মদিনের আনন্দ চলল। কেক কাটা, সম্বর্ধনা তো ছিলই, আগত অতিথিরা পেলেন বিরিয়ানি। সরকারি স্কুলে আয়োজিত এই পার্টির বহর ছিল আর পাঁচটা স্বাভাবিক দিনের মতোই। করোনা আতঙ্কে যে সরকারি নির্দেশিকা এই ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে, সে কথা বোঝেননি কেউই। আর স্বাভাবিক ভাবে এই জন্মদিনের পার্টির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, ইদাগারু সরকারি স্কুলের স্থানীয় বিধায়কের জন্মদিনের জন্য প্যান্ডেল করা হয়েছে। সেখানে অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিধায়ক। তার পাশাপাশি, একদিকে তৈরি হচ্ছে বিরিয়ানি। যাঁরা এসেছিলেন, তাঁদের অনেকেই মাস্ক পরে থাকলেও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম তাঁরা কেউই মানেননি। ভিডিওতে জন্মদিন উপলক্ষে বিধায়কের গলায় মালা দিয়ে সম্বর্ধনা জানাতেও দেখা গিয়েছে। যদিও কোন আক্কেলে এসব আয়োজন করা হল, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি কেউই।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন উপেক্ষা করে বিজেপি বিধায়কের বিরাট জন্মদিনের পার্টি!‌ বিরিয়ানি পেলেন অতিথিরা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement