Home /News /coronavirus-latest-news /
Fake IAS Debanjan : 'সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন' দেবাঞ্জন, একসঙ্গে ছবি প্রসঙ্গে ফেসবুক পোস্ট সাংসদের

Fake IAS Debanjan : 'সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন' দেবাঞ্জন, একসঙ্গে ছবি প্রসঙ্গে ফেসবুক পোস্ট সাংসদের

ফেসবুকে সাফাই সাংসদের Photo : Twitter

ফেসবুকে সাফাই সাংসদের Photo : Twitter

তাঁর পোস্টে শান্তনু (Dr Santanu Sen) লেখেন, "দেবাঞ্জন দেব, এই মুহূর্তে এই শহরের নয়তো আলোচিত নাম যিনি ভুয়ো আইএএস (Fake IAS Debanjan Deb) পরিচয়ে প্রতারণা করেছে। তার সঙ্গে বেশ কিছু ছবিতে আমাকে দেখা গিয়েছে।

 • Share this:

  #কলকাতা : কসবা কাণ্ডে (Kasba Fake IAS) ভুয়ো আই এ এস পরিচয় দিয়ে ভ্যাকসিন ক্যাম্প করে বহু মানুষকে প্রতারণা করেছেন দেবাঞ্জন দেব (Fake IAS Debanjan Deb)। তদন্তে উঠে এসেছে সরকারি নথি জাল করেই একের পর এক জালিয়াতি চাইয়ে গিয়েছে এই জাল আই এ এস। পুলিশের জালে ধরা পড়তেই বেরিয়ে পড়েছে আরও অনেক তথ্য। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি অস্বস্তিতে ফেলেছে অনেকককেই। এবার এই নিয়ে মুখ খুললেন তেমনই একজন। শুক্রবার একটি ফেসবুক পোস্ট করে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই নিয়ে নিজের অবস্থান ও যোগ স্পষ্ট করলেন (Dr Santanu Sen)।

  তাঁর পোস্টে শান্তনু  (Dr Santanu Sen) লেখেন, "দেবাঞ্জন দেব, এই মুহূর্তে এই শহরের নয়তো আলোচিত নাম যিনি ভুয়ো আইএএস (Fake IAS Debanjan Deb) পরিচয়ে প্রতারণা করেছে। তার সঙ্গে বেশ কিছু ছবিতে আমাকে দেখা গিয়েছে। সেই ছবি বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। কিন্তু আমার এখনও স্মরণ রয়েছে, মূলত কোভিডের প্রথম পর্বের সময়, অনেকগুলি সংস্থা এবং ব্যক্তি স্বেচ্ছায় বিভিন্ন হাসপাতাল, চিকিত্সক এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিতরণের জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে মাস্ক, স্যানিটাইজারস, গ্লাভস, পিপিই কিট ইত্যাদি দেন করেছিলেন। এই লোকটি তাদের মধ্যে অন্যতম হতে পারে বলেই আমার মনে হয়।"

  তবে এরইসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাঁর ফেসবুক বার্তায় জানান, "আই এ এস হিসেবে নয়, বরং ব্যক্তিগতভাবে বা অন্যদের সাথে নিজেকে সামাজিক কর্মী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন দেবাঞ্জন দেব।" নিজের অবস্থান ও স্বচ্ছতা স্পষ্ট করতে শান্তনু লেখেন, "জন প্রতিনিধি হিসাবে, আমরা প্রায়শই অনেক স্থানে বহু অজানা লোকের মুখোমুখি হয়ে যাই যারা আমাদের সাথে ছবি তোলে, এমনকি কখনও কখনও আমাদেরকে না জানিয়েও।"

  এই কসবা কাণ্ডে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতা পুরসভা, পুলিশ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শান্তনু এবং এর তদন্ত করার এবং এই জাতীয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আন্তরিক অনুরোধও জানিয়েছেন সাংসদ। তাঁর কথায়, "আমাদের রাজ্যকে বিকৃত করার গভীর ষড়যন্ত্রের আশঙ্কাও দেখতে পাচ্ছি এই ঘটনার মধ্যে।" বিশেষ করে রাজ্যে যখন টিকাকরণের হার দেশের মধ্যে সর্বোচ্চ সেই সময় এই ধরণের ঘটনা রাজ্যকে কালিমালিপ্ত করার প্রয়াস বলেও ইঙ্গিত দেন শান্তনু।

  Published by:Sanjukta Sarkar
  First published:

  Tags: Fraud Case, Kasba vaccination fraud

  পরবর্তী খবর