Sputnik-V : অবশেষে মিললো ছাড়পত্র! ভাইরাসের মোকাবিলায় এবার তৃতীয় করোনা টিকা স্পুটনিক-ভি

Last Updated:

দেশে করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। কেন্দ্রীয় সরকারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০৪ জনের ৷

নয়াদিল্লি : দেশজুড়ে করোনার (Covid -19) ঢেউ সামলাতে নাজেহাল অবস্থা স্বাস্থ্য পরিষেবার। একই সঙ্গে উদ্বেগ বাড়ছে করোনা টিকার অপ্রতুলতা নিয়েও। ঠিক তখনই দেশবাসীর জন্য এল সুখবর। শীঘ্রই করোনার তৃতীয় টিকা(Corona Vaccine) পেতে চলেছে ভারত ৷ রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক-ভি(Sputnik-V)-কে দেশে ব্যবহারের জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর ফলে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর আরও একটি টিকা পেতে চলেছে দেশ।
এই টিকা ব্যবহারে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন চেয়ে গত সপ্তাহেই আর্জি জানিয়েছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ড. রেড্ডির ল্যাবরেটরি ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে পার্টনারশিপে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারতে স্পুটনিক-ভি-র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ড. রেড্ডির ল্যাবরেটরি ৷ স্পুটনিক-ভি-এর ওয়েবসাইট থেকে জানা যায়, ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুসে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে রাশিয়ার টিকার ৷ এটি এখনও পর্যন্ত ৯১.৬ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে ৷ এই টিকা তুলনায় অনেক সস্তা বলেও জানা গিয়েছে ৷ আর তাদের দাবি, ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি মজুত করা যায় ৷ ফলে এই টিকার সংরক্ষণ তুলনামূলকভাবে অনেকটাই সহজ ও কম ব্যয় সাপেক্ষ।
advertisement
এদিকে দেশে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, বিহার- সহ বাংলায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে রাজধানী দিল্লি ও গো-বলয়ও। আর তারই মধ্যে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কোভিড টিকার ঘাটতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্য চাপানউতোর ৷ এই অবস্থায় রাশিয়ার টিকার অনুমোদন পাওয়া যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন । এটাই দেশে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। কেন্দ্রীয় সরকারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০৪ জনের ৷ এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ৭০ হাজার ১৭৯ জনের ৷ এই অবস্থায় টিকাকরণের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সর্বত্রই। তাই বিশেষজ্ঞদের মতে, স্ফূটনিক ভি-এর অনুমোদন সেই পথেই একধাপ এগিয়ে দেবে ভারতকে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Sputnik-V : অবশেষে মিললো ছাড়পত্র! ভাইরাসের মোকাবিলায় এবার তৃতীয় করোনা টিকা স্পুটনিক-ভি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement