#কানপুর: প্রযুক্তির যুগে সমস্ত দূরত্ব মিটে গিয়েছে ৷ কমেছে যাবতীয় প্রতিকূলতা ৷ বিশেষত করোনা ভাইরাসের সঙ্কটের সময়ে উন্নত মানের প্রযুক্তি বদলে দিয়েছে জীবনের সমস্ত পরিভাষাকে ৷ দুবাই আর কানপুরের দূরত্ব যে কেউ উপলব্ধি করতে পারেন সহজেই ৷ সেই দূরত্বও যেন মুছে গিয়েছে ভিডিও কনফারেন্সের দৌলতে ৷ জমজমাট বিয়ে, কানপুরের কনে আর বর দুবাইয়ের ৷ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শুভ পরিণয় হল ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ৷
এর আগে তাঁদের বিয়ে ঠিক হয়েছিল ১২ এপ্রিলে ৷ দুবাইয়ে পাঁচতারা হোটেল জুবেদা মদিনা সেই মতই বিয়ের জন্য বুক করা হয়েছিল ৷ বিয়েতে কানপুর থেকে দুবাইয়ে যাওয়ার জন্য ৩০০ নিমন্ত্রিতদের বিমানের টিকিট কাটাও হয়ে গিয়েছিল লকডাউনের ফলে এই সমস্ত কাজে বাধা পড়ে যায় ৷ দুই পরিবার মিলেই অনলাইনে বিয়ে করানোর বিষয়টি মনস্থির করেন ৷ গতকাল অর্থাৎ ২৮ মে রাতে আশরফাবাদ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়ের বিয়ে দিয়ে দেন ৷ দুইপক্ষের মৌলবিরা উপস্থিত থেকে নিকাহ সম্পন্ন করেন ৷
বিয়েবাড়িতে ২০ জন অতিথি আপ্যায়নের অনুমতি পাওয়া গিয়েছিল ৷ কনের বাবার চামড়ার ব্যবসা, তাঁর ইচ্ছা ছিল মেয়ের বিয়ে বেশ ধুমধাম করে দেবেন ৷ করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দীর্ঘ সময় ধরে যে লকডাউন চলছে সেই লকডাউনে অনলাইন বিয়ে মঞ্জুর করা হয়েছে ৷ সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখেই সমস্ত কাজ করা হয়েছে ৷ কনের বাবা জানিয়েছেন ৷ অধীর আগ্রহে অপেক্ষা করছেন লকডাউন শেষ হওয়ার ৷ তারপরে যাতে খুশি খুশি মেয়েকে বিদায় জানাতে পারেন, এখন সেই স্বপ্নই দেখছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Lockdown 4, Uttar Pradesh