ঠিক যেন হৃতিক রোশন ! পিপিই পরে ডাক্তারের নাচ তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল ভিডিওটি ৷ সেখানে দেখা যাচ্ছে পিপিই পরেই এক ইএনটি সার্জন ডান্স করছেন ৷

#শিলচর: পুজো এসে গেছে ৷ যে যাঁর মতো করে পুজোয় আনন্দ করার প্ল্যান করছেন ৷ করোনার ভয় যেন নিমেষে গায়েব ! লক্ষ লক্ষ মানুষ তৃতীয়ার দিনই নেমে পড়েছেন রাস্তায় ৷ আগামী দিনগুলিতে পুজোর ভিড় আরও কতটা বাড়বে, তা ভেবেই আঁতকে উঠতে হয় ৷ কিন্তু কোভিড যোদ্ধাদের কথা একবার ভাবুন তো ৷ পরিবার, বন্ধু-বান্ধব সবার থেকে দূরে থেকে পুজোটাও একইভাবে মানুষের সেবা করেই তাঁরা কাটিয়ে দেবেন ৷
ডাক্তার বা হাসপাতালের অন্যান্য কর্মীদের অবস্থা এখন ঠিক তেমনই ৷ সকাল থেকে রাত মাস্ক, পিপিই, গ্লাভস, ফেস শিল্ড পরে রোগীদের সেবাতেই তাঁদের কেটে যায় ৷ নিজেদের জন্য একটু সময় বের করাটাই তাঁদের পক্ষে কঠিন কাজ ৷ কিন্তু এর মধ্যেই কী ভাবে নিজেদের এবং রোগীদের হাসিখুশি রাখার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মীরা, তা সম্প্রতি দেখা গেল একটি ভিডিওতে ৷ সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল ভিডিওটি ৷ সেখানে দেখা যাচ্ছে পিপিই পরেই এক ইএনটি সার্জন ডান্স করছেন ৷
advertisement
advertisement
advertisement
নিখুঁত স্টেপস, অসামান্য ফিটনেস ৷ যেন হৃতিক রোশন ! সত্যি একঝলক দেখলে মনে হবে হৃতিক রোশন নিজেই পিপিই পোশাক পরে নাচছেন ৷ কিন্ত ভিডিওতে নাচতে দেখা ব্যক্তির পরিচয় হল তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসক অরূপ সেনাপতি ৷ ইএনটি সার্জেন তিনি ৷ কোভিড রোগীদের মন ভাল রাখতেই তাঁদের সামনে এই ডান্স পারফরম্যান্স করে দেখান ডাঃ সেনাপতি ৷ এমন ‘ডিস্কো ডান্সার’ চিকিৎসককে দেখে সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ঠিক যেন হৃতিক রোশন ! পিপিই পরে ডাক্তারের নাচ তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement