'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'

#নিউ ইয়র্ক: লকডাউন শিথিল হওয়ার পরেও করোনা ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন দেশের সরকার নানা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিচ্ছে৷ তার মধ্যে অন্যতম হল সামাজিক দূরত্ব৷ তবে নিউ ইয়র্কের প্রশাসনিক কর্তা এক অদ্ভূত নির্দেশ দিলেন৷ তা হল, 'কারও বলে হাত দেবেন না৷' এ হেন নির্দেশের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ট্যুইটারে সবার প্রশ্ন, বল বলতে উনি ঠিক কী বোঝাতে চাইলেন?
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে ৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'
advertisement
আসলে ওই মহিলা টেনিস বলের কথা বলছিলেন৷ কিন্তু লরার কথা শোনার পরে প্রশাসনের অন্য কর্তারাও হেসে ফেলেন৷ আসলে লরা টেনিসের মতো খেলায় বল না ছোঁয়ার জন্য মানুষকে সতর্ক করছিলেন৷
advertisement
লরার ওই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল হাসাহাসি৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement