'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মার্কিন যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'
#নিউ ইয়র্ক: লকডাউন শিথিল হওয়ার পরেও করোনা ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন দেশের সরকার নানা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিচ্ছে৷ তার মধ্যে অন্যতম হল সামাজিক দূরত্ব৷ তবে নিউ ইয়র্কের প্রশাসনিক কর্তা এক অদ্ভূত নির্দেশ দিলেন৷ তা হল, 'কারও বলে হাত দেবেন না৷' এ হেন নির্দেশের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ট্যুইটারে সবার প্রশ্ন, বল বলতে উনি ঠিক কী বোঝাতে চাইলেন?
ICYMI: Nassau County Executive Laura Curran discussing how to safely handle balls during the COVID recovery. pic.twitter.com/AAX1ET3AJ9
— Jimmy Cuniglio (@JimmyCuniglio) May 16, 2020
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে ৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'
advertisement
Nassau County official Laura Curran provides a helpful pointer on how to play tennis in the age of COVID-19: pic.twitter.com/DvGssYuPf9
— Mrs. Betty Bowers (@BettyBowers) May 18, 2020
আসলে ওই মহিলা টেনিস বলের কথা বলছিলেন৷ কিন্তু লরার কথা শোনার পরে প্রশাসনের অন্য কর্তারাও হেসে ফেলেন৷ আসলে লরা টেনিসের মতো খেলায় বল না ছোঁয়ার জন্য মানুষকে সতর্ক করছিলেন৷
advertisement
ROLF ... SNL material Nassau County, NY ... "You can kick their balls but don't touch ..." https://t.co/2KqQJxLBTP #tennisballs
— Sue Hansen (@mkitcowt) May 19, 2020
লরার ওই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল হাসাহাসি৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল৷
view commentsLocation :
First Published :
May 19, 2020 8:25 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল