Dog Jailed breaking Corona Curfew : করোনা বিধি অমান্য, হাজতবাস হল কুকুরেরও! 

Last Updated:

করোনা বিধি (Covid-19 Protocol) অমান্য করে নাইট কার্ফুর (Corona Night Curfew) মধ্যেই পোষা কুকুরকে নিয়ে বেরিয়েছিলেন মালিক।

মালিকের দোষ কুকুরের ঘাড়ে? প্রতীকী ছবি
মালিকের দোষ কুকুরের ঘাড়ে? প্রতীকী ছবি
করোনা বিধি অমান্য করে নাইট কার্ফুর মধ্যেই পোষা কুকুরকে নিয়ে বেরিয়েছিলেন মালিক। রাতের অন্ধকারে রাস্তায় বেড়াতে দেখে আসে পুলিশ। মালিকের সঙ্গে ওই কুকুরটিকেও গ্রেফতার করা হয়।পুলিশের এক কর্তা জানান, নাইট কার্ফু চলার সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছিল। সেইসময় পুলিশের নজরে ঘটনাটি আসে। পুলিশ ওই ব্যক্তিকে ফাঁকা রাস্তায় পোষ্যকে নিয়ে হাঁটতে দেখে গ্রেফতার করে। সেই সঙ্গে ওই পোষা কুকুরকেও গ্রেফতার করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। রাতে রাস্তা ফাঁকা পাবেন ভেবেই তিনি তাঁর পোষ্যকে নিয়ে হাঁটছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
এভাবে বাড়ির পোষা কুকুরকে লক আপে রাখা কার্যত নজিরবিহীন। অনেকেই তাই প্রশ্ন তুলেছেন, কুকুরকে শিক্ষা দিয়ে মানুষকে কি করোনা বিধির সম্পর্কে সচেতন করা যায়? যদিও পুলিশ কর্তাদের সাফাই এর জন্য দায়ী ওই ব্যক্তির অবিবেচনাবোধই। জেনে শুনে নাইট কার্ফুর মধ্যে কেন কুকুর নিয়ে বেরোলেন তিনি? সেই প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Dog Jailed breaking Corona Curfew : করোনা বিধি অমান্য, হাজতবাস হল কুকুরেরও! 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement