‘‌খাবার চাই, বাড়ি ফিরতে চাই’, মধ্যপ্রদেশ–মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের চরম বিক্ষোভ

Last Updated:

বৃহস্পতিবার তাঁদের বিক্ষোভে কেঁপে উঠল দুই রাজ্যের সীমান্ত।

#‌বারওয়ানি:‌ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সীমান্তে খাবারের দাবিতে আর বাড়ি ফেরানোর যানবাহনের দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন পরিযায়ী শ্রমিকেরা। বৃহস্পতিবার তাঁদের বিক্ষোভে কেঁপে উঠল দুই রাজ্যের সীমান্ত।
মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার সেনধাওয়া এলাকা মহারাষ্ট্র থেকে উত্তরের রাজ্যগুলিতে ফেরার দাবিতে জড় হয়েছিলেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। সেখানেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। এঁদের মধ্যেই একদল শ্রমিক বলেন, তাঁদের জন্য সরকার কোনও ব্যবস্থাই করেনি। খাবার নেই, যানবাহন নেই, তাঁদের অবস্থা খারাপ। বিক্ষোভ চরম আকার নেয় যখন পরিযায়ী শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে গিয়ে পাথর ছোড়েন।
advertisement
খবর পাওয়া গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে মহিলা, শিশু, সকলেই আছেন। খাবার না পেয়ে তাঁদের করুণ পরিস্থিতি তৈরি হয়েছে। খাবার জলটুকু তাঁরা পাচ্ছেন না। দীর্ঘক্ষণ ধরে তাঁরা দুই রাজ্যের সীমান্তে অপেক্ষা করেছেন, কিন্তু ফল মেলেনি বিশেষ। এদিকে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে ১৫ হাজার শ্রমিককে এই সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে। শেষ তিনদিন ধরে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘‌এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্থ হবেন না। প্রতিটি পরিযায়ী শ্রমিক যাতে বাড়িতে পৌঁছে যান, মধ্যপ্রদেশ সরকার তার ব্যবস্থা করবে। ততদিন ধরে এই প্রক্রিয়া চালানো হবে, যতদিন না সকলে বাড়িতে পৌঁছতে পারছেন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘‌খাবার চাই, বাড়ি ফিরতে চাই’, মধ্যপ্রদেশ–মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকদের চরম বিক্ষোভ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement