করোনা সংক্রমণ রুখতে ৭ দিনের জন্য সিল দিল্লির সীমান্ত, অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড়

Last Updated:

করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে আগামী এক সপ্তাহ দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ থাকবে ।

#নয়াদিল্ল: করোনা সংক্রমণ রুখতে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করা হল দিল্লির সীমান্ত । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে । হরিয়ানা সরকার গুরুগ্রাম সীমান্ত খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি সরকার সীমান্ত বন্ধের বিজ্ঞপ্তি জারি করে ।
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । রবিবার রাজধানীতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক । আর তারপরেই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার ঘোষণা করেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে আগামী এক সপ্তাহ দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ থাকবে । সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ধীরে ধীরে সব পরিষেবা শুরু হচ্ছে। এই সময় বাইরে থেকে আসা মানুষদের জন্য দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সমস্যা হবে। তাই এক সপ্তাহ দিল্লির চারদিকের সব সীমান্ত বন্ধ করা হচ্ছে।
advertisement
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজধানীর  মানুষের কাছে তিনি পরামর্শ নিয়েছেন । তাঁর কোথায় , একবার সীমান্ত খুলে দিলে সারা দেশ থেকে চিকিৎসার জন্য মানুষ দিল্লিতে আসতে শুরু করবেন । ফলে সংক্রমণ বাড়তে পারে । দিল্লিতে এই মুহূর্তে ৯৫০০ কোভিড ১৯ বেড রয়েছে। সরকারের প্রথম গুরুত্ব রাজ্যের মানুষ । তাই সব দিক বিবেচনা ক্রেই এই সিদ্ধান্ত । এদিকে, দিল্লিবাসীদের মধ্যে কেউ আক্রান্ত হলে তাঁর চিকিৎসায় কোনও গাফিলতি থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল ।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজধানী দিল্লির জন্যই সংলগ্নও হরিয়ানাতে সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করে হরিয়ানা সরকারের । এই অভিযোগে দিল্লি- গুরুগ্রাম সীমান্ত বন্ধ করে দেয় হরিয়ানা । আচমকা সিদ্ধান্তে সীমান্তের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন হাজার হাজার মানুষ । পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে । এরপর ৩০ মে পঞ্চম দফা লকডাউন এবং আনলক ১.০ ঘোষণা হওয়ার পর হরিয়ানা সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় হরিয়ানা প্রশাসন । কিন্তু সোমবার সকালে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেন ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সংক্রমণ রুখতে ৭ দিনের জন্য সিল দিল্লির সীমান্ত, অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement