করোনা সংক্রমণ রুখতে ৭ দিনের জন্য সিল দিল্লির সীমান্ত, অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড়

Last Updated:

করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে আগামী এক সপ্তাহ দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ থাকবে ।

#নয়াদিল্ল: করোনা সংক্রমণ রুখতে আগামী এক সপ্তাহের জন্য বন্ধ করা হল দিল্লির সীমান্ত । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে । হরিয়ানা সরকার গুরুগ্রাম সীমান্ত খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি সরকার সীমান্ত বন্ধের বিজ্ঞপ্তি জারি করে ।
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । রবিবার রাজধানীতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক । আর তারপরেই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার ঘোষণা করেন, করোনা সংক্রমণ বৃদ্ধি রুখতে আগামী এক সপ্তাহ দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ থাকবে । সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ধীরে ধীরে সব পরিষেবা শুরু হচ্ছে। এই সময় বাইরে থেকে আসা মানুষদের জন্য দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সমস্যা হবে। তাই এক সপ্তাহ দিল্লির চারদিকের সব সীমান্ত বন্ধ করা হচ্ছে।
advertisement
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজধানীর  মানুষের কাছে তিনি পরামর্শ নিয়েছেন । তাঁর কোথায় , একবার সীমান্ত খুলে দিলে সারা দেশ থেকে চিকিৎসার জন্য মানুষ দিল্লিতে আসতে শুরু করবেন । ফলে সংক্রমণ বাড়তে পারে । দিল্লিতে এই মুহূর্তে ৯৫০০ কোভিড ১৯ বেড রয়েছে। সরকারের প্রথম গুরুত্ব রাজ্যের মানুষ । তাই সব দিক বিবেচনা ক্রেই এই সিদ্ধান্ত । এদিকে, দিল্লিবাসীদের মধ্যে কেউ আক্রান্ত হলে তাঁর চিকিৎসায় কোনও গাফিলতি থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল ।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজধানী দিল্লির জন্যই সংলগ্নও হরিয়ানাতে সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করে হরিয়ানা সরকারের । এই অভিযোগে দিল্লি- গুরুগ্রাম সীমান্ত বন্ধ করে দেয় হরিয়ানা । আচমকা সিদ্ধান্তে সীমান্তের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন হাজার হাজার মানুষ । পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে । এরপর ৩০ মে পঞ্চম দফা লকডাউন এবং আনলক ১.০ ঘোষণা হওয়ার পর হরিয়ানা সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় হরিয়ানা প্রশাসন । কিন্তু সোমবার সকালে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দিল্লি-নয়ডা এবং দিল্লি-গুরুগ্রাম সীমান্ত বন্ধ রাখার কথা ঘোষণা করেন ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সংক্রমণ রুখতে ৭ দিনের জন্য সিল দিল্লির সীমান্ত, অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement