করোনা যোদ্ধাদের কুর্নিশ! 'বন্দে মাতরম'-এর সুরে হাততালি দিলেন দীপিকা-রণবীর

Last Updated:
#মুম্বই: দেশ জুড়ে করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানালেন বলিউডের জনপ্রিয় সেলেব দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন । নিজেদের বাাড়ির বারান্দা থেকে হাততালি, ঘণ্টা বাজিয়ে জনতা কার্ফু পালন করেন রণবীর-দীপিকা ।
২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উ‍ৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।
advertisement
রবিবার ঠিক বিকেল ৫টা বাজতেই গোটা দেশ মেতে ওঠে কর্তব্যরত মানুষদের উৎসাহিত করার আনন্দযজ্ঞে । দীপবীরও বাদ যাননি । ব্যান্ডে বন্দেমাতরম-এর সুর তুলে বুঝিয়ে দেন করোনা ভাইরাাসের বিরুদ্ধে এই যুদ্ধে দেশবাসীর সঙ্গেই রয়েছেন তাঁরা ।
advertisement
View this post on Instagram

From Deepika’s live video

A post shared by [All News Of DeepVeer ] (@deepveer.news) on Mar 22, 2020 at 4:56am PDT

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা যোদ্ধাদের কুর্নিশ! 'বন্দে মাতরম'-এর সুরে হাততালি দিলেন দীপিকা-রণবীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement