করোনায় মৃত আরও ১, দেশে মৃত্যু বেড়ে ৮! মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪১
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এর আগে কর্নাটক, দিল্লি, পঞ্জাব, মুম্বইয়ে মৃত্যু হয় করোনা আক্রান্তের । করোনায় এক ইতালিয়র মৃত্যু হয় রাজস্থানে ।
#নয়াদিল্লি: ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৮ । সুরাতে করোনায় মৃত ৬৭ বছরের বৃদ্ধা । দেশে ২৪ ঘণ্টায় ৩ করোনা আক্রান্তের মৃত্যু হল । এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ ভারতীয় ও ১ বিদেশির । আজই মহারাষ্ট্র ও পটনায় ২ আক্রান্তের মৃত্যু হয়েছে । এর আগে কর্নাটক, দিল্লি, পঞ্জাব, মুম্বইয়ে মৃত্যু হয় করোনা আক্রান্তের । করোনায় এক ইতালিয়র মৃত্যু হয় রাজস্থানে ।
মহারাষ্ট্রে লক-ডাউনের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৬৩ ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
advertisement
এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
advertisement
দেশে করোনা সংক্রমণ দিনদিনই বাড়ছে। তাই সতর্কতা চরমে। শনিবার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
সোমবার বিকেল ৪টে থেকে রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।
view commentsLocation :
First Published :
March 22, 2020 4:29 PM IST