আগে দেশ, পরে বিয়ে! তৃতীয়বারও বিয়ে পিছিয়ে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
বিশ্বে এমন ক’জন রাষ্ট্রনেতা আছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে।
#কোপেনহেগেন: তিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাই নিজের ব্যক্তি জীবনের আগে দেশের জন্য কাজ করাই তাঁর ধর্ম। করলেনও তাই। এক, দু’বার নয়। তিন–তিন বার বিয়ে পিছিয়ে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। সেখানকার প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন অনেক দিন ধরে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁর বিয়েতে বাধা পড়ছে বারবার। দেশের স্বার্থেই কার্যত বিয়ে বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। কোভিড পরিস্থিতি ও লকডাউনের কারণে এর আগে দু’বার মন্ত্রীর বিয়ের তারিখ বাতিল করতে হয়। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পরে, তৃতীয় বারের জন্য বিয়ের তারিখ ঠিক করেছিলেন ফ্রেডেরিকসেন। কিন্তু হায়! এবারও হল না। হঠাত্ই সামনে এসে গেছে ইইউ–এর সামিট। ফলে এবারও বিয়ে পিছিয়ে দিতে হল তাঁকে।
বিশ্বে এমন ক’জন রাষ্ট্রনেতা আছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে। তাঁর তো এভাবে বারবার বিয়ে পিছিয়ে দেওয়ার নজির তো সত্যিই কারওর নেই। বিয়ে পিছিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী ফ্রেডরিকসন প্রেমিকের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘মানুষটাকে বিয়ে করতে আমি বড় উতলা। কিন্তু কিছুতেই সুসময় আসছে না। আবারও একটা বড় বৈঠক এল। সেখানে দেশের হয়ে মিটিং করতে হবে। তাই পিছিয়ে দিতে হল বিয়ে।’
advertisement
১৭–১৮ তারিখে ইউরোপিয়ান কাউন্সিলের মিটিং রয়েছে ব্রাসেলসে। সেই সময়েই বিয়ের কথা ছিল ফ্রেডরিকসনের।
advertisement
Location :
First Published :
June 26, 2020 6:11 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আগে দেশ, পরে বিয়ে! তৃতীয়বারও বিয়ে পিছিয়ে দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী