লকডাউন না মানলে খুব শীঘ্রই কার্ফু জারি হতে পাারে রাজ্যে, নবান্ন সূত্রে খবর

Last Updated:

আজ ভিডিও কনফারেন্স হবে নবান্ন থেকে,তাতে উপস্থিত থাকবেন সিপি-এসপিরা ... তঁদের সঙ্গে কথা বলে সিদ্ধাান্ত নেওয়া হবে

#কলকাতা: লকডাউন না মানলে কার্ফু । কার্ফু জারি হতে পারে রাজ্যে ।
যেখানে প্রয়োজন, সেখানে কার্ফু হতে পারে এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে ।
রাজ্যগুলিকে কার্ফু জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। মানুষ লকডাউন না মানলে সেক্ষেত্রে কার্ফু জারির কথা বলা হয়েছে । লকডাাউন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হবে । নবান্নে মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে । ভিডিও কনফারেন্সে সিপি-এসপিরা উপস্থিত থাকবেন । বিভিন্ন এলাকার লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে । এরপরেই স্থির করা হবে রাজ্যে কার্ফু জারি করার প্রয়োজন কতটা রয়েছে। গতকাল বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হয়েছে রাজ্যে। করোনা সংক্রমণ রুখতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের উপর জোর দিচ্ছে সরকার । বারবার মানুষজনকে রাস্তায় বেরতে, জমায়েত করতে নিষেধ করা হচ্ছে । কিন্তু তাা সত্ত্বেও আজ সকাল থেকেই একাধিক জায়গায় দেখা গিয়েছে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত না হয়েই মানুষজন রাস্তাঘাটে বেরিয়েছেন । সর্বত্র পুলিশ সেই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছে। বিভিন্ন জায়গায় লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল রাতেই কলকাতা থেকে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরেও যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় তাহলে খুব শীঘ্রই কেন্দ্রের নির্দেশিকা মেনে কাার্ফু জারির পথে হাঁটতে পারে রাজ্য সরকার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউন না মানলে খুব শীঘ্রই কার্ফু জারি হতে পাারে রাজ্যে, নবান্ন সূত্রে খবর
Next Article
advertisement
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে ঘোর অনিশ্চয়তা ! টুর্নামেন্টের ভেন্যু বদল কি এখন সম্ভব? আইসিসি-র নিয়ম কী বলছে
বাংলাদেশ আবেদন করলেই কি টি২০ বিশ্বকাপের ভেন্যু বদল হতে পারে? আইসিসির নিয়ম কী বলছে?
  • টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভারতে আশা নিয়ে ঘোর অনিশ্চয়তা !

  • টুর্নামেন্টের স্থান পরিবর্তন কি এখন সম্ভব?

  • আইসিসি-র নিয়ম কী বলছে

VIEW MORE
advertisement
advertisement