Covishield Second Dose: ৮৪ দিনের আগেই মিলবে কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ! কারা পাবেন, জানালো কেন্দ্র

Last Updated:

যাঁরা ৮৪ দিনের আগেই কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Covishield Second Dose) পাওয়ার আবেদন জানাবেন, তা যথার্থ কি না তা খতিয়ে দেখার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷

#নয়াদিল্লি: কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে অন্তত ৮৪ দিন অপেক্ষা করতে হবে৷ বর্তমানে এমনই নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বিশেষ কয়েকটি ক্ষেত্রে ৮৪ দিনের তফাৎ হওয়ার আগেই কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেল৷ তবে কারা কারা ৮৪ দিনের আগেই ভ্যাকসিন পাওয়ার যোগ্য, সরকারি নির্দেশিকায় তা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে৷
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, টোকিও অলিম্পিক্সের জন্য ভারতীয় প্রতিনিধি দলের যাঁরা সদস্য, সেই ক্রীড়াবিদ এবং প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত সদস্যরা ৮৪ দিনের ফারাক না হলেও এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন৷ এ ছাড়াও পড়াশোনার প্রয়োজনে বিদেশে যাওয়া প্রয়োজন, এমন ছাত্রছাত্রীদেরও এই সুযোগ দেওয়া হবে৷ পাশাপাশি চাকরির জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, এমন ব্যক্তিদেরও ৮৪ দিনের আগেই কোভিশিল্ড- এর দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷
advertisement
তবে যাঁরা ৮৪ দিনের আগেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার আবেদন জানাবেন, তা যথার্থ কি না তা খতিয়ে দেখার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ আরও বলা হয়েছে, কোনও ভাবেই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে অন্তত ২৮ দিনের ফারাক থাকতে হবে৷ খুব শিগগিরই কো- উইন পোর্টালের মাধ্যমেও এই ধরনের বিশেষ আবেদন করা যাবে বলে জানানো হয়েছে৷
advertisement
advertisement
বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিনের দু'টি ডোজের মধ্যে অন্তত ১২ থেকে ১৬ সপ্তাহের ফারাক রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কোভ্যাক্সিন-এর ক্ষেত্রে দু'টি ডোজের মধ্যে ৪ থেকে ৬ সপ্তাহের ফারাক রাখতে বলা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covishield Second Dose: ৮৪ দিনের আগেই মিলবে কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ! কারা পাবেন, জানালো কেন্দ্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement