Corona Virus: Google Map থেকে জানুন কাছাকাছি কোন সেন্টারে চলছে করোনার ভ্যাকসিনেশন

Last Updated:

Corona Virus: টিকাকেন্দ্রে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কাছে বৈধ সরকারি ফটো আইডি রয়েছে কিনা!

#নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেয়েছে। এই ভাইরাস-এর সংক্রমণ থেকে নিজেকে রোধ করার একমাত্র উপায় হল আপনাকে বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, সব সময়ে মাস্ক পরতে হবে। এবং আপনি যদি টিকা নেওয়ার বয়সসীমা অতিক্রম করে থাকেন, তাহলে আপনাকে টিকা নিতে হবে। ভারতে এখন দু'টি ভ্যাকসিন উপলব্ধ রয়েছে, প্রথমটি কোভিশিল্ড (Covishield) এবং অন্যটি কোভ্যাক্সিন (Covaxin)। যদি আপনার বয়স ৪৫-এর বেশি হয় তাহলে আপনি এপ্রিল ১ থেকে টিকা নিতে পারবেন। এর জন্য আপনাকে নিকটতম টিকাকেন্দ্রের সন্ধান করতে হবে। তার জন্য চিন্তিত হবেন না। আপনি এক কাজ করতে পারেন, Google Maps ও MapMyIndia ব্যবহার করতে পারেন। তবে টিকাকেন্দ্রে যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কাছে বৈধ সরকারি ফটো আইডি রয়েছে কি না!
Google Maps দিয়ে টিকা কেন্দ্র কী ভাবে অনুসন্ধান করবেন দেখে নিন:
স্টেপ ১: আপনার ফোনে Google Maps অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন।
advertisement
স্টেপ ২: আপনার location অ্যাপে on রয়েছে কিনা নিশ্চিত করুন।
স্টেপ ৩: এবার টাইপ করুন ‘Covid 19 vaccination centre’, দেখবেন আপনার কাছের কেন্দ্রগুলি দেখাবে।
Google Maps-এ আপনি যে তথ্য পাবেন তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে আপডেট করা হবে। এখান থেকে যা তথ্য আপনি পাবেন তাতে টিকা নেওয়ার walk-in facility পাওয়া যায় কি না তা উল্লেখ করা হবে।
advertisement
MapMyIndia-র মাধ্যমে আপনার কাছাকাছি কেন্দ্রের তালিকা জানতে, এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:
স্টেপ ১: আপনার ফোনে MapMyIndia অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন বা আপনার পছন্দের যে কোনও ব্রাউজারে MapMyIndia.com লিখে অনুসন্ধান করুন।
স্টেপ ২: আপনার location উভয় ক্ষেত্রেই on রয়েছে কিনা নিশ্চিত করুন।
স্টেপ ৩: অ্যাপ্লিকেশনটি খোলার পর বা ওয়েবসাইটের হোমপেজে যাওয়ার পর, ‘Vaccination Centres’ বলে একটি অপশন দেখতে পাবেন। এরপর এটিতে ক্লিক করুন।
advertisement
স্টেপ ৩: এবার আপনি দেখতে পাবেন আপনার বাড়ির পাশের সেন্টারগুলি।
এবার আপনারা যাঁরা টিকা নেওয়ার জন্য যোগ্য, তাঁরা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এই সুবিধায় আপনাকে অপেক্ষার ঝক্কি পোহাতে হবে না। পাশাপাশি এই দুই অ্যাপ সহজ প্রক্রিয়ার মাধ্যমে অনেক সংখ্যক মানুষকে টিকা নিতে সাহায্য করবে।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Virus: Google Map থেকে জানুন কাছাকাছি কোন সেন্টারে চলছে করোনার ভ্যাকসিনেশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement