#ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ চিনের প্রেসিডেন্টকে বৃহস্পতিবার চিঠি দিয়ে ধন্যবাদ জানান তিনি ৷ ঢাকায় চিনা দূতাবাসের পক্ষ থেকে এদিন একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷
বাংলাদেশকে করোনা মোকাবিলায় টেস্ট কিট থেকে শুরু করে মাস্ক, পিপিই পোশাক ও প্রচুর পরিমাণে থার্মোমিটার দেওয়া হয়েছে চিন সরকারের তরফে ৷ এর জন্য চিনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসিনা ৷ পাশাপাশি করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ার জন্য জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশেও করোনাভাইরাস প্রতিরোধে চিনা প্রেসিডেন্ট জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন শেখ হাসিনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Sheikh Hasina