করোনার জন্য প্রয়োজন আরও ত্রাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও IFSC নম্বর ঘোষণা করে সাহায্যের আর্জি মমতার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনার জন্য এর আগে ২০০ কোটি টাকা ত্রাণ তহবিল ঘোষণা করলেও এই মারণ রোগের সামনে তা কিছুই নয় বলে বুধবার জানান মুখ্যমন্ত্রী ৷
#কলকাতা: বাংলাকে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যতদিন যাচ্ছে আরও দাপট বাড়চ্ছে করোনার ৷ সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ৷ এমন অবস্থায় টান পড়েছে রাজ্যের কোষাগারে ৷ করোনার জন্য এর আগে ২০০ কোটি টাকা ত্রাণ তহবিল ঘোষণা করলেও এই মারণ রোগের সামনে তা কিছুই নয় বলে বুধবার জানান মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে ওই ত্রাণ তহবিলে সাহায্যের জন্য আর্জি মমতার ৷
এদিন সাংবাদিক সম্মেলনে সমস্ত পরিস্থিতি ব্যাখা করে আর্থিক সাহায্যের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘোষণা করেন ৷ পাশাপাশি জিনিসপত্র দিয়ে সাহায্যের জন্যেও একটি যোগাযোগের নম্বর দেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে৷ এর উপর কেন্দ্র টাকা পাঠাচ্ছে না ৷ ভাঁড়ার প্রায় শূন্য ৷ একটা আপৎকালীন ত্রাণ তহবিল করেছি ৷ যা খুশি সহায়তা করে পারেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০। এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ।
advertisement
এছাড়া রাজ্য করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতির নিরিখে যাবতীয় সমস্যা ও অভিযোগের নিরসনে রাজ্য সরকার একটি অভিন্ন কেন্দ্রীয় হেল্পলাইন চালু করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে নাগরিকরা যেকোন সমস্যায় এই হেল্পলাইনে ফোন করতে পারবেন।হেল্পলাইনে টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়া ০৩৩ ২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে সমস্যা বা অভিযোগ জানানো যাবে।
advertisement
Location :
First Published :
March 25, 2020 8:27 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জন্য প্রয়োজন আরও ত্রাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও IFSC নম্বর ঘোষণা করে সাহায্যের আর্জি মমতার