#ইউহান: বেড়েই চলেছে মৃত্যু ৷ করোনা ভাইরাসের আতঙ্ক এখন সর্বত্র ৷ চিনের করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১-তে ৷ শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩০৪ ৷ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চিনে পঞ্চাশের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে ৷ চিনে পরিস্থিতি এখন ভয়াবহ ৷
শুধুমাত্র ইউহানই নয় ৷ চিনের বিভিন্ন প্রদেশেই ছড়িয়ে গিয়েছে এই মারণ ভাইরাস ৷ এখনও পর্যন্ত গোটা চিনে মোট ১৭,২০৫ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার নতুন করে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়েছে প্রায় ৩ হাজার।
এদিকে চিনের পাশাপাশি অন্য দেশেও করোনা ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফিলিপিন্সে মৃত্যু হয়েছে ৪৪ বছর বয়সের এক ব্যক্তির ৷ সম্প্রতি তিনি ইউহান থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গিয়েছে ৷ স্পেন, ব্রিটেন-সহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, Coronavirus