corona virus btn
corona virus btn
Loading

কোনও পরীক্ষা ছাড়াই পাশ একাদশ শ্রেণীর পড়ুয়ারা, কলেজে শুধু ফাইনাল সেমেস্টার, জানালেন মুখ্যমন্ত্রী

কোনও পরীক্ষা ছাড়াই পাশ একাদশ শ্রেণীর পড়ুয়ারা, কলেজে শুধু ফাইনাল সেমেস্টার, জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Share this:

#কলকাতা: দিতে হবে না কোনও পরীক্ষা ৷ এবছর কোনও পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ সমস্ত পড়ুয়ারা ৷ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে চলতি বছরের জুন মাসে ৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কোনও স্কুল কলেজ খোলা সম্ভব নয় ৷ তাই কলেজ পড়ুয়াদের কথা ভেবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার প্রকোপ কমলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের কেবলমাত্র ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে। ইতিমধ্যেই করোনা ভাইরাস সমস্যার কারণেই কোনও পরীক্ষা ছাড়াই প্রথম থেকে অষ্টম শ্রেণীর সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়েছে ৷ অনলাইনে ও বৈদ্যুতিন চ্যানেলে চলছে নবম ও একাদশের পড়ুয়াদের ক্লাস ৷ অন্যদিকে, পড়াশুনায় ফাঁক যাতে না পড়ে সেইজন্য কলেজের প্রফেসররাও অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ুয়াদের পড়াচ্ছেন ৷

First published: April 15, 2020, 7:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर