#কলকাতা: ছবির প্রচারেও এবার করোনার সতর্ক বার্তা৷ দেব এন্টারটেইমেন্ট প্রযোজিত ছবি হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রীর টিজার তৈরি হল এভাবে৷ সেখানে রাজা মন্ত্রী মজাদার কথোপথনের মাধ্যমে উঠে এল করোনা নিয়ে নানা কথা৷ কীভাবে মানুষ সচেতন হবেন, করোনা নিয়ে কী করতে হবে আর কী করতে হবে না, তারই উপায় বাতলে দিলেন বম্বাগড়ের রাজা-মন্ত্রী৷ খুবই সহজভাবে, ছড়ার কেটে সাধারণ মানুষকে সব বুঝিয়ে দিচ্ছেন তারা৷ তারা নিজেরাও মাস্ক পরে রয়েছেন ভিডিওয়ে৷
মূলত প্রযোজক দেবের চিন্তাতেই এভাবে তৈরি হয়েছে সতর্কবার্তার ভিডিও৷ তারকারা বারে বারে সাধারণ মানুষকে সচেতন করছেন৷ এবার তাই নিজের প্রযোজনার ছবির প্রচারে করোনা সতর্কতার কথাই তুলে ধরলেন দেব৷ তিনিও চাইছেন তার ভক্ত ও সাধারণ মানুষকে সাবধান করতে৷ যদিও অভিনেতা এই সময় নিচ্ছেন পায়ের যত্ন৷ গৃহবন্দী অবস্থায় তিনি তার ভাঙা পায়ের ছবি পোস্ট করেছেন৷ আপাতত পায়ের দেখভাল করার সময় পেয়ে গিয়েছেন তিনি৷ দেবের পরবর্তী ছবি গোলন্দাজের শ্যুটিং-এ পায়ে চোট পান তিনি৷
বিশ্বজুড়ে নতুন সংকট, করোনা বেঁধেছে বাসা।
— DEV Entertainment Ventures (@DEV_PvtLtd) March 21, 2020
এর থেকে বাঁচার উপায় তাই আপনাদের কাছে নিয়ে আসা।
ভিড় স্থানে দাঁড়ানো সবার জন্য মানা ,
হাত ধুতে হবে বারবার সে কথা আছে কি জানা ?
আর বাইরে বেরোনোর সময় মুখে পড়ুন মাস্ক।
বাঁচতে পারেন আপনিও মানতে হবে এই টাস্ক। #LetsFightCoronaTogether pic.twitter.com/zPM283xiTw
৩১ মার্চ পর্যন্ত টলিউডের সব কাজ বন্ধ রয়েছে৷ ছবির প্রচার থেকে মুক্তিও স্থগিত হয়ে গিয়েছে৷ এখন তাই সোশ্যাল মিডিয়াতেই চলছে সব প্রচার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus awareness, COVID-19