বাড়িতে প্রতিদিন নতুন নতুন রান্না করছেন নুসরত! আজ তার কী রেসিপি, দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সাধারণ থেকে তারকা, সকলেই এখন পরিবারের সঙ্গে থাকছেন৷ একদিকে যেমন করোনার ভয় রয়েছে, তেমনই বাড়িতে এভাবে সকলে থাকার মজাও নিচ্ছেন সবাই৷
#কলকাতা: অভিনেত্রী নুসরত৷ এখন তিনি সাংসদও৷ তাই কাজের চাপে বাড়িতে থাকার কোনও উপায় নেই৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই আলাদা৷ করোনার জন্য সকলেই গৃহবন্দী৷ সাধারণ থেকে তারকা, সকলেই এখন পরিবারের সঙ্গে থাকছেন৷ একদিকে যেমন করোনার ভয় রয়েছে, তেমনই বাড়িতে এভাবে সকলে থাকার মজাও নিচ্ছেন সবাই৷ এমন সময় তো সচরাচর পাওয়া যায় না৷ অনেকে আবার এই সময়টি কাটাচ্ছেন নিজের পছন্দের কাজ করে৷
Stay Home ~ Stay Safe
— Nusrat (@nusratchirps) March 23, 2020
We shall overcome #IndiaFightsCOVID19 pic.twitter.com/vOH0EKkbpl
যেমন নুসরত করছেন নতুন নতুন রান্না৷ তিনি রাঁধতে ভীষণ ভালবাসেন৷ মাঝেমাঝে রান্নাও করেন৷ কিন্তু সময়ের অভাবে তা সবসময় হয়ে ওঠে না৷ এখন তো অফুরন্ত অবসর৷ সেই সময়টা তিনি ব্যবহার করছেন রান্না করেই৷ স্বামী এবং পরিবারের জন্য তিনি সানন্দে রাঁধছেন৷ নতুন বউয়ের রান্না খেয়ে সকলেই খুশি৷ তবে রান্না করার সঙ্গে সঙ্গে নুসরত সকলকে দিচ্ছেন সচেতনতার পাঠ৷ অভিনেত্রী ও সাংসদ হিসেবে তার ওপর যে রয়েছে অনেক বড় দায়িত্ব! দেখুন ভিডিও৷
advertisement
Location :
First Published :
March 23, 2020 11:25 PM IST