বাড়িতে প্রতিদিন নতুন নতুন রান্না করছেন নুসরত! আজ তার কী রেসিপি, দেখুন

Last Updated:

সাধারণ থেকে তারকা, সকলেই এখন পরিবারের সঙ্গে থাকছেন৷ একদিকে যেমন করোনার ভয় রয়েছে, তেমনই বাড়িতে এভাবে সকলে থাকার মজাও নিচ্ছেন সবাই৷

#কলকাতা: অভিনেত্রী নুসরত৷ এখন তিনি সাংসদও৷ তাই কাজের চাপে বাড়িতে থাকার কোনও উপায় নেই৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই আলাদা৷ করোনার জন্য সকলেই গৃহবন্দী৷ সাধারণ থেকে তারকা, সকলেই এখন পরিবারের সঙ্গে থাকছেন৷ একদিকে যেমন করোনার ভয় রয়েছে, তেমনই বাড়িতে এভাবে সকলে থাকার মজাও নিচ্ছেন সবাই৷ এমন সময় তো সচরাচর পাওয়া যায় না৷ অনেকে আবার এই সময়টি  কাটাচ্ছেন নিজের পছন্দের কাজ করে৷
যেমন নুসরত করছেন নতুন নতুন রান্না৷ তিনি রাঁধতে ভীষণ ভালবাসেন৷ মাঝেমাঝে রান্নাও করেন৷ কিন্তু সময়ের অভাবে তা সবসময় হয়ে ওঠে না৷ এখন তো অফুরন্ত অবসর৷ সেই সময়টা তিনি ব্যবহার করছেন রান্না করেই৷ স্বামী এবং পরিবারের জন্য তিনি সানন্দে রাঁধছেন৷ নতুন বউয়ের রান্না খেয়ে সকলেই খুশি৷ তবে রান্না করার সঙ্গে সঙ্গে নুসরত সকলকে দিচ্ছেন সচেতনতার পাঠ৷ অভিনেত্রী ও সাংসদ হিসেবে তার ওপর যে রয়েছে অনেক বড় দায়িত্ব! দেখুন ভিডিও৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাড়িতে প্রতিদিন নতুন নতুন রান্না করছেন নুসরত! আজ তার কী রেসিপি, দেখুন
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement