বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ১ লক্ষ ছাড়াল, গত ৮ দিনে মৃত ৫০ হাজার

Last Updated:

প্রথম ৫০ হাজারের মৃত্যু ৮৩ দিনে। পরের পঞ্চাশ হাজারের মৃত্যু ৮ দিনে

#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা হাহাকার। অব্যাহত মৃত্যুমিছিল। বিশ্ব জুড়ে করোনায় মৃত ১ লক্ষ ছাড়াল। প্রথম ৫০ হাজারের মৃত্যু ৮৩ দিনে। পরের পঞ্চাশ হাজারের মৃত্যু ৮ দিনে। বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ১৭ লক্ষ
। তবে, খানিকটা হলেও স্বস্তি, বিশ্বে করোনায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ৩ লক্ষ ৭৬ হাজার জন।
করোনায় এই মুহূর্তে সব চেয়ে ভয়ানক জায়গায় রয়েছে নিউ ইয়র্ক। মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে, অথচ মর্গে দেহ রাখার জায়গা নেই। যে সব দেহের কোনও দাবিদার নেই, সেগুলি যাতে দ্রুত সরিয়ে ফেলা যায়, তার জন্য হার্ট আইল্যান্ডে চলছে গণকবর তৈরির কাজ। করোনার জেরে আমেরিকায় এখন কর্মহীন অন্তত ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি মানুষ। নাগরিকদের জন্য ২ লক্ষ কোটি ডলারের উপরে আর্থিক ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছে সরকার। স্পেনে আক্রান্ত ১,৫৭,০৫৩ জন, মৃত্যু হয়েছে ১৫,৯৭০ জন মানুষের৷ ইতালিতে মৃতের সংখ্যা ১৮,৮৪৯৷ করোনায় বিপর্যস্ত ফ্রান্সও৷ সেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ ব্রিটেনেও মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার৷ ইরানে মৃত্যু হয়েছে ৪২৩২ জনের৷
advertisement
advertisement
যে দেশ থেকে করোনা সংক্রমণের প্রথম খবর মিলেছিল, মৃতের সংখ্যার নিরিখে সেই চিন এখন অনেকটাই পিছনের সারিতে চলে গিয়েছে৷ সেখানে মৃত্যু হয়েছে ৩৩৩৬ জনের৷
বিশ্বের মোট ২১০টি দেশ এবং স্বশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত থাবা বসিয়েছে করোনা৷ বিশ্ব জুড়ে চলছে মৃত্যু মিছিল৷ তার সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ মন্দার আতঙ্ক৷ করোনার গ্রাস থেকে কবে মুক্তি পাওয়া যাবে, সেই অপেক্ষাতেই বিশ্ববাসী৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বিশ্ব জুড়ে করোনায় মৃত্যু ১ লক্ষ ছাড়াল, গত ৮ দিনে মৃত ৫০ হাজার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement